মেদিনীপুর: বেআইনিভাবে শব্দবাজি তৈরি ও মজুদকরনের বিরুদ্ধে অভিযান পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশের। প্রায় এক কুইন্টাল শব্দবাজি ও উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে মঙ্গলবার বিকেলে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক এলাকার ছেড়ুয়াতে বেআইনিভাবে শব্দবাজি তৈরীর অভিযোগ বরাবরই থাকে। মাঝেমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযান হয় ওই এলাকায়। সম্প্রতি পুলিশ নির্দিষ্ট সূত্রে পাওয়া কিছু খবরে প্রচুর পরিমাণে বাজিমজুদ করনের খবর পায় ।
এরপরই মঙ্গলবার বিকেলে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি ও উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কোতোয়ালি পুলিশ সেগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে মঙ্গলবার সন্ধ্যায়। বিভাগীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে এদিন।