Home Medinipur Live Nababarsha: সকাল থেকে বিশাল বিশাল মিষ্টির হাঁড়ি নিয়ে মেদিনীপুরে রাস্তায় পুলিশ

Nababarsha: সকাল থেকে বিশাল বিশাল মিষ্টির হাঁড়ি নিয়ে মেদিনীপুরে রাস্তায় পুলিশ

46
0

মেদিনীপুর: সাত সকালেই মেদিনীপুরের রাস্তায় বিশাল বিশাল মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশকর্তারা। গরম রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টান্ন পদ নিয়ে রীতিমতো কাউন্টার খুলে ফেলেছিলেন পুলিশ কর্মীরা। মেদিনীপুর শহরের কেরনীতলায় পুলিশকর্তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটি লোকজন ও গাড়ি চালককে মিষ্টিমুখ করালেন। হাসিমুখে সকলকে জানালেন “শুভ নববর্ষ”, পুলিশের এই ভিড় দেখে অনেকেই আবার খানিকটা থমকে গিয়েছিলেন। পরে বুঝলেন বাংলা নববর্ষের সূচনা হচ্ছে। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাস্তায় বেরোলো যুব তৃণমূল।

মেদিনীপুর শহরের সব থেকে জনবহুল ভিড় এলাকা কেরানিতলা। সেই কেরানিতলা এলাকায় সকাল থেকেই সুসজ্জিত একটি কাউন্টার তৈরি করে বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুলিশ কর্তারা। মিষ্টির সেই সেই বড় হাঁড়িতে লেখা ছিল শুভ নববর্ষ। পাশেই, পুলিশের বিশেষ ব্যান্ড বাজিয়ে চলেছে বাংলা নববর্ষের সংগীত সুর। বিভিন্ন পুলিশকর্তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে শুভ নববর্ষ জানিয়ে তুলে দিচ্ছেন প্লেট। একেবারে অন্যভাবে বাংলা নববর্ষ পালন হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর শহরে।

অন্যদিকে মেদিনীপুর শহরের রাস্তায় সুসজ্জিত এক শোভাযাত্রা বের করল জেলা যুব তৃণমূল। জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানিয়েছেন-” বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে ঘটা করে জেলা জুড়ে। তাই সুসজ্জিত শোভাযাত্রা ঢাকঢোল সহযোগে বেরিয়েছে মেদিনীপুরের রাস্তায়। একাধিক সংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দিনভর মেদিনীপুর ও অন্যান্য স্থানে।”

Previous articleforest: ২৪ ঘন্টার মধ্যে জঙ্গল থেকে চুরি করা কাঠ ফেরত দিতে হবে, না হলেই গ্রেফতার
Next articleJSW Salboni : “জিন্দাল ইস্পাতে”-এর বদলে ১৬ হাজার কোটির “জিন্দাল তাপবিদ্যুত্ কেন্দ্র” হচ্ছে শালবনিতে, শিলন্যাসে মমতা বন্দোপাধ্যায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here