Home Medinipur Live Salboni accident: নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

Salboni accident: নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

13
0

শালবনী: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত বহু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাতমোড় এলাকায়।

জানা গিয়েছে, মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে লালগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। খুব দ্রুত গতিতে ছিল বলে স্থানীয় এবং যাত্রীরা জানাচ্ছেন। ভাতমোড়ে পৌঁছানোর আগে একটি বাঁকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রী নিয়ে।দুর থেকে বুঝতে পেরে স্থানীয়রা এসে ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান। খবর যায় পিড়াকাটা ফাঁড়িতে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে চালকের দাবি, স্টিয়ারিং এর যন্ত্রাংশ কেটে গিয়ে এই দুর্ঘটনা।

ঘটনার পরে সকলকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে মোট ১৩ জনকে ভর্তি করা হয় ৷ তাদের দেখতে সেখানে হাজির হয়েছিলেন বিধায়ক সুজয় হাজরা ৷ পরে হাজির হয়েছিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোও ৷ রোগীদের সাথে কথা বলেন সকলেই ৷ চিকিত্সা শুরু হয় ৷ হাসপাতালে সুজয় হাজরা বলেন- “আহত হয়েছেন অনেকেই ৷ তবে বড়ো আঘাত নেই ৷ তা হলেও ট্রমার মধ্যে রয়েছেন অনেকে ৷ তাদের সুস্থ্য হতে সময় লাগবে ৷ তাদের চিকিত্সা হলেই বাড়ি ফেরানোর ব্যাবস্থা হবে ৷ তবে দুর্ঘটনাটি কেনো হয়েছে তা দেখা হচ্ছে ৷ ”

 

Previous articleDantan accident: বেপরোয়া গতির প্রাইভেট কার, নিয়ন্ত্রন হারিয়ে ভেঙে ঢুকলো ফল দোকানে, আহত ৫
Next articleMidnapore: মারাই গেলেন কেরানীচটি এলাকার অগ্নিদগ্ধ যুবক, রাতে দেহ ফিরতেই কান্নার রোল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here