Home Blog Panchayet election: মহিলা বামপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বের হলে রাস্তায় বাধা বামেদের,...

Panchayet election: মহিলা বামপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বের হলে রাস্তায় বাধা বামেদের, পুলিশ ও বামকর্মীদের ধস্তাধস্তি হাতাহাতি প্রকাশ্য রাস্তার ওপরে

28
0

দাসপুর: মঙ্গলবার ছিল পঞ্চায়েত
নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার এর শেষ দিন।
এইদিন এক সিপিআইএম প্রার্থী নিজের
মনোনয়ন প্রাত্যাহার করতে বিডিও অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ৷ রাস্তায় বিডিও অফিসের
সামনে তাঁর পথ আটকায় সিপিআইএমের নেতারা ৷ পুলিশ সেখান থেকে মহিলাকে উদ্ধার করতে আসে
৷ পুলিশের সাথে  সিপিআইএমের কর্মীদের ধ্বস্তাধ্বস্তি
শুরু হয়ে যায় ৷ প্রকাশ্য রাস্তার ওপরে ওই মহিলা প্রার্থীকে নিজেদের হেপাজতে নিতে সিপিআইএম
ও পুলিশ এর মধ্যে ধ্বস্তা ধ্বস্তি চলে ১৫ মিনিটের বেশি সময় ধরে ৷ পরে তাঁকে বিডিও অফিসে
নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ৷ মহিলা জানান- আমি মনোনয়ন প্রত্যাহার করতে এসেছি স্বেচ্ছায়
৷ আমাকে দলের লোকেরা বাধা দিয়েছে ৷  সিপিআইএমের
দাবি- “পুলিশ ও তৃণমূল জোর করে ওই মহিলাকে মনোনয়ন দিতে বাধ্য
করিয়েছে ৷ আমরা আইনী পথে যাচ্ছি ৷

 

 পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের
পাঁচ নম্বর বুথের
সিপিআইএম প্রার্থী সুষমা সাউ৷ সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । নিজে শারিরীক ভাবে
অসুস্থ্য দাবি করে মঙ্গলবার তিনি দাসপুর বিডিও অফিসে যাচ্ছিলেন মনোনয়ন প্রত্যাহার করতে
সিপিআইএমের দাবি-“ওই প্রার্থীকে জোর করে
তৃণমূল কংগ্রেস বিডিও অফিসে
নিয়ে যাচ্ছিল মনোনয়ন
প্রত্যাহারের জন্য
”৷ সেই প্রার্থী বিডিও অফিসে আসে তিনটে
বাজার কয়েক মিনিট আগে
মনোনয়ন তুলে নেয়ার জন্য পৌছালেই বিডিও অফিসের সামনে বাধা দেয় বাম
সমর্থকরা।
পুলিশ সেই সময় প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করে ৷ প্রার্থী জানায়-
“সে মনোনয়ন প্রত্যাহার করবে, বিডিও অফিসে ঢুকতে চায়”৷

 পুলিশ ওই প্রার্থীকে অফিসের ভিতরে নিয়ে যাওয়ার
চেষ্টা করলে তারপরেই শুরু হয়ে যায় পুলিশের সাথে বাম কর্মীদের খন্ডযুদ্ধ।
দশ মিনিটের বেশি
সময় ধরে ওই মহিলাকে নিজেদের হেপাজতে নিতে ধ্বস্তাধ্বস্তি চলে পুলিশ ও সিপিআইএম কর্মীদের
মধ্যে ৷ ঘটনায় তীব্র উত্তেজনা তৈরী হয় ৷ প্রকাশ্য রাস্তায় এই পরিস্থিতি অনেকেই দাঁড়িয়ে
হতভম্ভ হয়ে দেখেন ৷

ঘটনায় পুলিশের বিরুদ্ধে টিএমসির হয়ে পক্ষাপাতিত্বের
অভিযোগ করেছে সিপিআইএম নেতারা ৷ তারা ঘটনায় আইনী পথে যাওয়ার হুশিয়ারীও দিয়েছেন স্থানীয়
সিপিআইএমের নেতা গুনধর বোস৷ 


Previous articlePanchayet Election :মনোনয়ন প্রক্রিয়া দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ, তাকে লস্যি ও ঠান্ডা পানীয় দিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূল কর্মীরা,
Next articleDilip Ghosh: তৃণমূলকে হারাতে আর একা নয়, সব বিরোধীদলকে এক হওয়ার আহ্বান দিলীপ ঘোষের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here