Home Blog Panchayet Election :মনোনয়ন প্রক্রিয়া দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ, তাকে লস্যি ও ঠান্ডা...

Panchayet Election :মনোনয়ন প্রক্রিয়া দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ, তাকে লস্যি ও ঠান্ডা পানীয় দিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূল কর্মীরা,

25
0

 

শালবনী: পশ্চিম মেদিনীপুরের
বিভিন্ন ব্লকে বিজেপি কর্মীরা কেমন মনোনয়ন দিচ্ছে তা দেখতে দুদিন ধরে ঘুরে
যাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার একটা নাগাদ হাজির হয়েছিলেন শালবনি বিডিও
অফিসে। বিজেপি কর্মীরা তার কাছে পৌঁছানোর আগেই ঠান্ডা পানীয় জল ও লস্যি নিয়ে এগিয়ে
গেলেন তৃণমূল কর্মীরা।
সামনে তৃণমূলের কর্মীরা বুঝে খানিকটা
হকচকিয়ে যান তিনি৷ পরে সেটি গ্রহণ করে তৃণমূল কর্মীদের ধন্যবাদ জানালেন দিলীপ
ঘোষও। আগের দিন নারায়নগড় বিডিও অফিসে চত্বরে দিলিপ ঘোষকে দেখে চোর চোর স্লোগান
উঠেছিল তৃণমূলের ক্যাম্প থেকে ৷পরদিন হল সৌজন্যতা ৷

শালবনি বিডিও অফিসের এই চিত্র
খানিকটা তৃণমূল ও বিজেপির মধ্যে সৌজন্যতার পরিবেশ তৈরি করল মঙ্গলবার দুপুরে। এই
কাণ্ড নিয়ে অবশ্য দিলীপ ঘোষ কোন মন্তব্য করতে চাননি। বিডিও অফিসে ঢোকার মুহূর্তে
তার কাছে ঠান্ডা পানীয় জল লস্যি নিয়ে তৃণমূল কর্মীরা এগিয়ে আসতে দেখে প্রথমে
বুঝতে পারেননি। গ্রহণ করার সময় তিনি বুঝতে পারেন তারা তৃণমূল কর্মী। পাল্টা
সৌজন্যতা দেখান দিলীপ ঘোষ। তাদের কাছে সেটি গ্রহণ করার সাথে সাথে দিলীপ ঘোষ
জিজ্ঞাসা করেন- “আপনারা মনোনয়ন দিচ্ছেন না কেন এখনো
? করে ফেলুন। ধন্যবাদ আপনাদের।”

সেগুলি গ্রহণ করার পর দিলীপ ঘোষ
নিজ কাজে এগিয়ে যান। রওনা দেন মেদিনীপুরের উদ্দেশে। এই ঘটনার পর দায়িত্বে থাকা
তৃণমূল নেতা অসিত ঘোষ বলেন-” দলের পক্ষ থেকে এমনিতেই সকলকে সহযোগিতা করা বা
বিরোধীদের সম্মান দেওয়ার নিয়ম রয়েছে। উনি একজন সাংসদ। আমাদের এলাকায় এসেছিলেন
তাই দলের পক্ষ থেকে আমরা ঠান্ডা পানীয় জল ও লস্যি দিয়ে অভ্যর্থনা জানালাম ।উনিও
ধন্যবাদ জানিয়েছেন।”
 

উল্লেখ করা যেতে পারে, সোমবার নারায়ণগড় বিডিও অফিসে একইভাবে মনোনয়ন দেখতে গিয়েছিলেন দিলীপ
ঘোষ। সেখানে তৃণমূলের ক্যাম্প থেকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছিল। মঙ্গলবার
অবশ্য উল্টো চিত্র দেখা গেল শালবনির তৃণমূলের পক্ষ থেকে।


Previous articleMedinipur Live: নারায়ণগড় বিডিও অফিসে মনোনয়ন দেখতে দিলীপ ঘোষ, চোর চোর বলে স্লোগান তৃণমূলের
Next articlePanchayet election: মহিলা বামপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বের হলে রাস্তায় বাধা বামেদের, পুলিশ ও বামকর্মীদের ধস্তাধস্তি হাতাহাতি প্রকাশ্য রাস্তার ওপরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here