Home Blog Panchayet election: অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ ‘মুখ’ এর বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষুব্ধ,...

Panchayet election: অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ ‘মুখ’ এর বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষুব্ধ, ভোটের দিন সকাল থেকে দুজনেই হাসিমুখে কোলাকুলি করে ঘুরছেন একসঙ্গে

39
0
কেশপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ চরিত্রের প্রার্থী শেখ হোসিনউদ্দিন। কেশপুরের উচাহার এলাকায় তার বিরুদ্ধেই এবার তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থী আব্দুল জব্বার মল্লিক।  করা ফাইট ওই এলাকাতে এবার।
তৃণমূলের প্রেস্টিজ লড়াই অভিষেক ব্যানার্জীর পছন্দের অরাজনৈতিক ব্যক্তিত্বকে জেতানোর জন্য। উল্টোদিকে তৃণমূলের এই প্রার্থীকে হারাতেই কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ আব্দুল জব্বার। তাহলেও দুই প্রার্থীর মধ্যে দারুন মিল। একে অপরের গলায় গলায় ভাব ভালোবাসা অক্ষুন্ন রয়েছে।
অভিষেক ব্যানার্জীর তৃণমূল প্রার্থী হসিনউদ্দিন বলেন-” আমাকে সৎমুখ হিসাবে দাঁড় করানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধির ক্ষমতা কাজ সম্বন্ধে কিছুই জানিনা তবে জিতলে অভিষেক ব্যানার্জিকে গুরুদক্ষিণা অবশ্যই দেব নিজের কাজের মাধ্যমে।”
উচাহার বুথে ভোটের সময় তার বিরুদ্ধে থাকা কংগ্রেসের প্রার্থী আব্দুল জব্বার মল্লিক কেও দেখা গেল হাসিমুখে আত্মবিশ্বাসের সঙ্গে। আব্দুল জব্বার মল্লিক বলেন-” ভোটের বাক্সে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি ঠিকই, বাইরে আমাদের লড়াই কোন নাই। কারন আমরা জানি ভোট শেষ হলেই আমাদেরকে এক জায়গাতেই থাকতে হবে। মানুষ যাকে সিদ্ধান্ত নিয়ে জেতাবে সে অবশ্যই রায় পাবে, তার জন্য আমরা লড়াই করব না।”
সমগ্র কেশপুরে শনিবার সকাল থেকে প্রায় শান্তিতে ভোট হচ্ছে। তবে সকলের নজর অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থীর এলাকার দিকে।
Previous articlePanchayet 2023 : ভোটই হয়নি,তার আগেই রং খেলা ও বিজয় মিছিল হয়ে গেল কেশপুরে !
Next articlekeshpur clash : রক্ত ঝরলো কেশপুরে, উচাহার এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ,চিকিত্সা করাতে এসে হাসপাতাল চত্বরেই সংঘর্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here