Home Blog Panchayet 2023 : ভোটই হয়নি,তার আগেই রং খেলা ও বিজয় মিছিল হয়ে...

Panchayet 2023 : ভোটই হয়নি,তার আগেই রং খেলা ও বিজয় মিছিল হয়ে গেল কেশপুরে !

33
0

 

কেশপুর: ভোটের
দুদিন বাকি
, তার আগেই কেশপুরে বিজয় মিছিল রং খেলা সবটাই হয়ে গেল
জাঁকজমক আকারে। সবুজ আবির মেখে বিধায়িকা শিউলি সাহার নেতৃত্বে বিজয় মিছিলে
হাঁটলেন কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক। কারণ- বিনা রক্তপাত ও
প্রতিদ্বন্দ্বিতাতেই কেশপুরের বেশিরভাগ আসন ইতিমধ্যেই দখল করে ফেলেছে তৃণমূল।
মিছিল শেষে শিউলি সাহার
আত্মবিশ্বাসী মন্তব্য
বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে তাতে আমাদের কিছু করার নেই”।

 

 

পশ্চিম মেদিনীপুরের কেশপুর
এলাকায় পঞ্চায়েত সমিতির মোট ৪৫ টি আসন। এরমধ্যে ৩০ টিতেই বিনা
প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে ইতিমধ্যে তৃণমূল। ১৫ টি গ্রাম পঞ্চায়েত
এলাকা
,
তার মধ্যে ১৩ টিতেই তৃণমূলের আধিক্য থাকায় এক প্রকার বিনা
প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী বলা যেতে পারে তৃণমূলকে। ফলে এই দুই জায়গার ইতিবাচক
প্রভাব জেলা পরিষদের আসনটিতেও রয়েছে। যার প্রার্থী এবার মোহম্মদ রফিক। ফলে জয়
নিশ্চিত ধরে নিয়েই ভোটের দুদিন আগেই সবুজ আবিরে উল্লাসে মাতলো কেশপুরের তৃণমূল
কর্মীরা।

 

বৃহস্পতিবার বিকেলে কেশপুরের
ছুতারগেড়িয়া এলাকাতে এই সবুজ আবিরের উল্লাস ও বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল।
মিছিলের পুরো ভাগে ছিলেন মোহম্মদ রফিক ও শিউলি সাহা। বিজয় মিছিল হলেও মুখে তা
স্বীকার করতে নারাজ শিউলি সাহা। শিউলি সাহা বলেন-“
এটাকে বিজয় মিছিল
বলবেন না, কেশপুর বরাবরই রেকর্ড তৈরি করে। মানুষ কোথায় ভোট দেবেন
তাই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। সেই ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আমরা
বেশিরভাগ স্থানে জয়ী হয়ে গিয়েছি। শুধু নির্বাচনী অফিসারের কাছ থেকে আমাদের
শংসাপত্র নেওয়া বাকি। বিরোধীরা কেশপুরে কোন স্থানই পেল না। তাদের জন্য আমরা
সহযোগিতা পর্যন্ত করেছিলাম। কিন্তু তারা যদি প্রার্থী দিতেই না পারে তার দায়
আমাদের নয়। আমরা তো আর ধরে ধরে প্রার্থী এনে তাদের দাঁড় করিয়ে দিতে পারব না
বিরোধীদের জন্য।”

 

 

উল্লেখ করা যায়, প্রায় প্রতিটি নির্বাচনে কেশপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে
ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া তেমন সংঘর্ষের কোনো উল্লেখ নেই। বিরোধীদের ক্ষেত্রেও
প্রার্থী না দিতে পারার চাপের অভিযোগ নেই। তাহলেও বহু জায়গাতেই বিরোধীরা প্রার্থী
দিতে পারেনি। ফলে বিশৃঙ্খলা ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচনী পর্বের
সবসময়ের শীর্ষে থাকা কেশপুর এবার তৃণমূলের দখলে ।তাই এই বিজয় উল্লাস
ছুতারগেড়িয়াতে বৃহস্পতিবার।



Previous articleAbhisekh Banerjee : উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে লড়াই হোক, ভোকাট্টা করে বিজেপিকে মাঠের বাইরে বের করে দেব: অভিষেক ব্যানার্জি
Next articlePanchayet election: অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ ‘মুখ’ এর বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষুব্ধ, ভোটের দিন সকাল থেকে দুজনেই হাসিমুখে কোলাকুলি করে ঘুরছেন একসঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here