Home Blog Panchayet: ​আশাতীত ফল! সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের রাস্তায় পথচারীদের মিষ্টি বিলি তৃণমূলের

Panchayet: ​আশাতীত ফল! সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের রাস্তায় পথচারীদের মিষ্টি বিলি তৃণমূলের

39
0

 

মেদিনীপুর: ২০১৮ সালের তুলনায়
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে আরও ভালো ফলাফল হয়েছে তৃণমূলের। একাধিক প্রতিকূল
পরিস্থিতির মাঝেও জেলার গ্রাম পঞ্চায়েত
, পঞ্চায়েত সমিতির
বেশিরভাগটাই তৃণমূলের দখলে। জেলা পরিষদের ৬০ আসনের ৬০ টাই তৃণমূলের। আনন্দিত
তৃণমূলের নেতাকর্মীরা
, মেদিনীপুর শহরের রাস্তায় মিষ্টি
নিয়ে বের হয়ে গেলেন বুধবার সন্ধ্যা থেকে। বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে সকলকে
মিষ্টিমুখ করালেন। সাধারণ পথচারী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও
মিষ্টিমুখ করলেন অনেক রাত পর্যন্ত।

 

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির
মেদিনীপুর শহর সভাপতি বুদ্ধ মহাপাত্রের নেতৃত্বে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তি
পাদদেশ এলাকায় মিছিল করে এসে সমবেত হন তৃণমূলের কর্মীরা। এরপর লাড্ডু বিলি করেন
পথচারীদের। দীর্ঘক্ষণ ধরে চলে এই লাড্ডু বিলি।

 

বুদ্ধ মহাপাত্র বলেন-”
মানুষের এই আশীর্বাদ আগের তুলনায় আরো অনেক বেশি। যে বিরোধীরা এত কুৎসা করেছিল
তাদের ফলাফল আরো খারাপ। বহু মানুষ আশীর্বাদ করেছেন পঞ্চায়েত নির্বাচনে। তাই
মেদিনীপুর শহর থেকেই মানুষকে মিষ্টিমুখ করানো শুরু করলাম আমরা ।

#panchayet #Midnapur #West midnapur #Paschim Medinipur #Panchayet vote #TMC


Previous articlePanchayet vote:ভোটে জিতে অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী গেলেন ঠান্ডা ঘরে, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার হয়ে গেলেন লকাপে
Next articleDaspur : গভীর রাতে হাতেনাতে ধৃত পরকীয়া, যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here