Home Kharagpur Live Dilip Ghosh:বাংলাদেশে আবার ফৌজ আছে নাকি ? আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা...

Dilip Ghosh:বাংলাদেশে আবার ফৌজ আছে নাকি ? আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের: দিলীপ ঘোষ

85
0

নারায়নগড়: বাংলাদেশ থেকে সম্প্রতি কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে ৷ সেখানকার প্রাক্তন সেনারা হুশিয়ারী দিয়েছে তারা নাকি কলকাতা দখল করে নেবে ৷ সকলে মিলে আক্রমন করবে ৷ –বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানদের এমন ভিডিও বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ তাকেই কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷



সোমবার তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে হাজির হয়ছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে ৷ সেখানে সংবাদ মাধ্যমের সামনে এমন মন্তব্য করলেন বাংলাদেশ ইস্যুতে ৷ গত কয়েকদিন ধরে মেদিনীপুর শহরেও বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদী মিছিল বের করেছিলেন বিজেপি নেতারা মেদিনীপুর শহরে ৷ এবার অন্যত্র প্রচারে বেরিয়েও বাংলাদেশ ইস্যুতে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷



এদিন তিনি বলেন-  “বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? ওরা কোনদিন লড়াই করেছে ? বাংলাদেশে খোঁজ আছে সেটা কেউ জানে? তারা কোন যুদ্ধই করল না তারা আবার ভারত দখল করে নেবে? তাদের আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে। কমপক্ষে কৃতজ্ঞতাটা থাকা উচিত। না হলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের। বড় বড় কথা বলছেন, ভিখারীর দেশ। তারা জানে না কোথা থেকে কি হয়। কালকে কি খাবে তার ঠিক নেই ওদের। তারা আবার ভারতকে উত্তেজিত করছে। ওখানে কোন সরকারি নেই। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে ওখানে। তারা এটাই করবে”।




তিনি বর্তমানের বাংলাদেশের প্রশাসনের মাথায় থেকে ইউনুস প্রসঙ্গে বলেন- “ ইউনুস নিজে একটা চোর। জেল খেটেছে। তার থেকে কি আর আশা করা যায়। দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কিভাবে দেশ চালাবে? প্রশাসন চালানোর কোনদিন কোন অভিজ্ঞতা ছিল না তার। তাকে মাথায় বসিয়ে দিয়েছে। সরকার নেই, কিছু চ্যাংড়া ছেলে ও দুষ্কৃতী, দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য এটা, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কোনদিনই আমাদের হবে না। যুদ্ধ করার ওদের ক্ষমতাই নেই। আমাদের দয়ায় ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে ওরা জানে। পাকিস্তানেও এমন করত, ওরা ভিখারী হয়ে গেছে। এরাও ভিখারি হয়ে যাবে”।

#Bangladesh issue, #PaschimMedinipur, #Medinipurlive, #Dilipghosh,#UnushBangladesh, #Bangladeshthreat

 

Previous articleElephant: মশাল পাটি ব্যর্থ! আনন্দপুরে প্রবেশ করল হাতির দল
Next articleMedinipur : ১০০ বছর আগে ইংরেজ আমলে তৈরী হয়েছিল,সেই জল ট্যাঙ্ক নিয়ে বড়ো উদ্যোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here