Home Medinipur Live Byelection : মনোনয়নের দিন ঘোষণা করে ঠায় বসে প্রশাসনের কর্তারা, মেদিনীপুরে উপনির্বাচনে...

Byelection : মনোনয়নের দিন ঘোষণা করে ঠায় বসে প্রশাসনের কর্তারা, মেদিনীপুরে উপনির্বাচনে প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি কেউ !

63
0

মেদিনীপুর: কেন্দ্রের নির্বাচন কমিশনের ঘোষণা করে দেওয়ার পর গত তিন দিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা পড়ার কথা। সব পরিকাঠামোই তৈরি। দুদিন ধরে পুলিশ, ব্যারিকেড সাজিয়ে বসে থাকলেও কোন রাজনৈতিক দলই নিজেদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি। সকলেই দ্বিধাগ্রস্ত অবস্থায় একে অপরের প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সব থেকে বেশি দোলাচল তৈরি হয়েছে শাসকদলের মধ্যে। মনোনয়ন জমা দেওয়ার সময় সীমার ছত্রিশ ঘন্টা কেটে গেল শূন্য হাতে বসে রয়েছেন অপেক্ষায় থাকা প্রশাসনের কর্তারা।

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন হতে চলেছে ১৩ ই নভেম্বর। এই বিধানসভাতে জুন মালিয়া জয়ী হওয়ার পর লোকসভা নির্বাচনের আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে লোকসভার সাংসদ নির্বাচনে লড়াই করেছিলেন। বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভার সাংসদ। তাই তার ছেড়ে যাওয়া বিধানসভাতে উপনির্বাচনের প্রয়োজন নিয়ম অনুসারে। সেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১৮ই অক্টোবর থেকে মনোনয়ন জমা পড়ার কথা। কিন্তু উনিশে অক্টোবর সন্ধ্যা হয়ে গেলেও প্রার্থীর মনোনয়ন তো দূরের কথা কোন রাজনৈতিক দলই তাদের নিজেদের প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করতে পারলেন না। দুদিন ধরেই ব্যারিকেড করে পরিকাঠামো তৈরি করে ঠাই বসে রয়েছেন পুলিশ কর্মীরা। পাশের ব্যারিকেড তৈরি করে, নির্দেশক ব্যানার লাগিয়ে, গেটে মেটাল ডিটেক্টর তৈরি করে, মনোনয়ন গ্রহণ করার রুমে প্রস্তুত হয়ে বসে রয়েছেন দুদিন ধরে আধিকারিকরা। দুদিনই ফাঁকা মনোনয়ন দিতে যাওয়ার রাস্তাতে পুলিশ সেজেগুজে বসে রয়েছে। ওইদিকে কে নিজেদের পার্টি হবে তাই বলতে পারছে না কোনো দল।

প্রস্তুত হয়ে অপেক্ষায় পুলিশ কর্মীরা

জেলা তৃণমূলের মধ্যে নানা রকম গুঞ্জন, বেশিরভাগ বলছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হতে পারেন, অনেকেই বলছেন অন্য কেউ হতে পারে! শীর্ষ নেতৃত্ব যতক্ষণ না নাম ঘোষণা করছে ততক্ষণ এই জল্পনা বিভিন্ন নামের গুঞ্জন বেড়েই চলেছে। বিজেপির পক্ষ থেকে মেদিনীপুর শহরের চারজন বিজেপি নেতৃত্বদের নাম জল্পনায় উঠে এসেছে। তার সঙ্গে মাঝেমধ্যেই সংযুক্ত করা হচ্ছে দিলীপ ঘোষের নামও। কিন্তু একইভাবে জল্পনাই রয়েছে পরিষ্কার নয় কারো নাম। সিপিআইএম এবং কংগ্রেস পৃথক পৃথকভাবে প্রার্থী দেওয়ার পথে এগোচ্ছে বলে জানা গিয়েছে। তারাও ঘোষণা করেনি নিজেদের প্রার্থীর নাম।

Previous articleFishing: বন্যা কমে যেতেই মাছ ধরার মেলা মেদিনীপুরে, ছিপের মাছেই প্রতিদিন হাজার টাকা ইনকাম প্রায়
Next articleKharagpur: কয়েকশো ক্যানবিয়ার নিয়ে ট্রেনে তিন যুবক, গারদে ঢোকালো জিআরপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here