ঘাটাল: দেশজুড়ে নানান জায়গায় বিভিন্ন ভাবে পালিত হয়েছে রামনবমী।সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রন্তে এই উত্সবকে ঘিরে ছিল ব্যাপক উত্সাহ উদ্দীপনা৷ কেউ সাইলেন্সার খুলে বিকট শব্দে বাইক রেলি করছে, কেউ পুজোর আয়োজন করেছে৷ কোথাও বিশাল বাইক রেলি সহযোগে আখড়া হয়েছে ৷তবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে কোন্নগর এলাকায় দেখা গেল রামনবমীতে সম্প্রীতির মেলবন্ধন। রামসীতার রথে হাত লাগালেন এলাকার মুসলিমরাও ৷ শোভাযাত্রার রামনবমীর বাহিনীর হাতে তুলে দিলেন জলের বোতল বিস্কুট ৷
ঘাটালের ১৪র পল্লী এলাকার বাবা বুরা রায় ও কালু রায়ের মন্দির থেকে রামনবমী উপলক্ষে কয়েক বছর ধরে হয়ে আসছে রথযাত্রা, ঘাটাল শহরে পরিক্রমা করে এই রথ, রথযাত্রায় সামিল হয় এবারও কয়েকশো মানুষ। রবিবার সন্ধার পরে সেই শোভাযাত্রা অন্যরকম পরিস্থিতির মুখোমুখী হয়েছে ৷ তাদের সামনে শুভেচ্ছা জানাতে হাজির হলেন স্থানীয় বহু মুসলিম সম্প্রদায়ের যুবকেরা ৷ দেখা গেল তাদের রাস্তায় আগে থেকেই কোন্নগরে টেন্ট করে অপেক্ষা করছিলেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন লোকেরা ৷ কোন্নগর কুশপাতা যুবক বৃন্দের পক্ষ থেকে ব্যানার টেন্ট করে অপেক্ষা করছিলেন তাঁরা ৷
ঘাটালের সেই রামনবমী রথযাত্রার উৎসবে সামিল হওয়া মানুষদের ঘাটালের কোন্নগর এলাকায় জলের বোতল ও বিস্কুট তুলে দিয়ে সম্প্রীতির মেলবন্ধন আবদ্ধ হয় ঘাটালের কোন্নগর কুশপাতার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। গলা মিলে তাদের তাদের হাতে খাবার তুলে দিয়ে রথের রশিতেও টান দিলেন সকলে৷ বিজেপির বিধানসভা ঘাটালে রামনবমীতে সম্প্রীতির ছবি নজর কাড়লো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ৷