Home Blog murder: নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধার,খুনের অভিযোগে সন্দেহভাজনের বাড়িত আগুন গ্রামবাসীদের

murder: নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধার,খুনের অভিযোগে সন্দেহভাজনের বাড়িত আগুন গ্রামবাসীদের

26
0

 

মেদিনীপুর: গত ২৬ শে জুলাই থেকে
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত বেনারডিহি গ্রামের আট বছরের বালক
নিখোঁজ ছিল। ইসলাম মন্ডল নামে ওই বালকের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না
শনিবার দুপুরে গ্রামের প্রান্তে নদীর পাড়ে একটি ঝোপের ভেতরে পচা দেহ
উদ্ধার হয় তার। তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ ওঠে।
গ্রামবাসীদের সন্দেহ
হয় বকুল গায়েন নামে এক ব্যাক্তিকে ৷ যিনি দেহ উদ্ধারের পর থেকে নিখোঁজ ছিলেন ৷ উত্তেজিত
একদল গ্রামবাসী তাঁর বাড়িতে আগুন লাগায় ৷ সামাল দিতে ছুটে যায় পুলিশ ৷

 

২৬ শে জুলাই সকাল থেকেই নিখোঁজ
ছিল ইসলাম মন্ডল নামে ওই বালক। ইসলাম মন্ডলের বাবা সাহিদুল মন্ডল এর দ্বিতীয়
পক্ষের স্ত্রীর সন্তান ইসলাম। আগের স্ত্রীর পক্ষের পরিবারের সাথে নতুন পক্ষের পরিবারের
গন্ডগোল ছিল আগে থেকেই
এই আবহে শনিবার নিখোঁজ ইসলামের
দেহ উদ্ধার হওয়ার পর গ্রামবাসীদের জোরালো দাবি উঠে তাকে খুন করা হয়েছে। পুলিশ
তদন্ত শুরু করেছিল। এই ঘটনার মাঝে খুনের জন্য সন্দেহ করা হয় বকুল গায়েন নামে এক প্রতিবেশী
যুবককে ৷ ঘটনার পর থেকেই যে ফেরার ছিলেন ৷ উত্তেজিত গ্রামবাসীদের একটা অংশ সন্দেহ করে
তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন থাকতে
হয় বিশাল পুলিশ বাহিনীকে ৷ কতোয়ালী থানার পুলিশ জানায়
-“ দেহটি পচে গিয়েছিলেন ৷ দেহের ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট
না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা ৷ তবে এলাকাতে পরিস্থিতি নিয়ন্ত্রন রয়েছে ৷


Previous articlemaharam :অনুকূল আবহাওয়া, কেশপুরে আখড়ার মঞ্জিল দিতে সুসজ্জিত তাজিয়ার শোভাযাত্রা নজর কাড়লো সকলের
Next articleMurder: ঘাটালের সিপিআইএম প্রার্থীর এজেন্টের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল পাট এর জমি থেকে, চাঞ্চল্য এলাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here