Home Blog Murder: ঘাটালের সিপিআইএম প্রার্থীর এজেন্টের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল পাট এর জমি...

Murder: ঘাটালের সিপিআইএম প্রার্থীর এজেন্টের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল পাট এর জমি থেকে, চাঞ্চল্য এলাকায়

31
0

 

ঘাটাল:এক সক্রিয় সিপিএম কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পরিবারের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করার জন্যই মরতে হলো ওই ব্যক্তিকে। দেহ উদ্ধার করে তদন্তে নামলো পুলিশ।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ইড়পালাগ্রামপঞ্চায়েতের অন্তর্গত জয়বাগ এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃতের নাম সঞ্জয় করণ বয়স প্রায় ৪৬ বৎসর। বাড়ি ওই এলাকারই জয়বাগ গ্রামে। অভিযোগ, রবিবার সকাল থেকে সঞ্জয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে খোঁজখবর করছিল রবিবার সন্ধ্যা থেকে। সারারাত খুজে পাওয়া যায়নি। পরদিন সোমবার দিনের আলো ফুটলে গ্রামবাসীরা কাজে গিয়ে গ্রাম থেকে দূরে পাটের জমিতে তার দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।ঘটনাস্থলে হাজির হয় ঘাটাল থানার পুলিশ। শুরু হয় তদন্ত।

  তবে মৃতের পরিবারের দাবি এই মৃত্যু রাজনৈতিক খুন। এবার নির্বাচনে মৃত সঞ্জয় বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন।রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন সঞ্জয়। এদিন সিপিএম প্রার্থী সুব্রত করন বলেন-” এই নির্বাচনে সঞ্জয় আমার প্রস্তাবক ছিল। এই মৃত্যু স্বাভাবিক নয় যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে মনে হচ্ছে ওকে কেউ বা কারা মেরে ফেলেছে।”পুলিশ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন দিক।


Previous articlemurder: নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধার,খুনের অভিযোগে সন্দেহভাজনের বাড়িত আগুন গ্রামবাসীদের
Next articleMidnapur: দুর্গাপুজোর আগেই মেদিনীপুর শহরে বিনোদনের জন্য ভাসমান রেস্টুরেন্ট, নদীপক্ষে বিশেষ আলোকসজ্জা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here