Home Medinipur Live Elephant : শাবককে উদ্ধার করতে গিয়ে কুঁয়োতে পড়ে গেল হস্তিনী, রাতভর অভিযান...

Elephant : শাবককে উদ্ধার করতে গিয়ে কুঁয়োতে পড়ে গেল হস্তিনী, রাতভর অভিযান চালিয়ে উদ্ধার

68
0

গড়বেতা :  কুঁয়োতে পড়ে গেল শাবক সহ হস্তিনী। পে-লোডার দিয়ে রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করে জঙ্গলে ফেরত পাঠালো বনদপ্তর । রবিবার রাতে ঘটনাটি ঘটে নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, নয়াবসত রেঞ্জের তিলাবুকার জঙ্গলে ৬টি হাতি অবস্থান করে। সন্ধ্যা হতেই খাবারের খোঁজে নেমে পড়ে কৃষি জমিতে। কৃষি জমির মাঝেই ছিল সেচের জন্য একটি কুঁয়া। তাতে পড়ে যায় একটি হস্তি শাবক। শাবককে উদ্ধার করতে গিয়ে মা হাতিটিও ওই কুঁয়োর মধ্যে পড়ে যায়। নানারকম চেষ্টা করেও উপরে উঠে আসতে অক্ষম হাতি দুটি। পরিস্থিতি বেগতিক দেখে খবর যায় মেদিনীপুর বন বিভাগে। তড়িঘড়ি পে-লোডার ডেকে কুঁয়োর চারপাশের মাটি কেটে হাতি দুটিকে তোলা হয় ওপরে।



ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম, এডিএফও শুভাশিস ঘোষ, নয়াবসত রেঞ্জের রেঞ্জার রাহুল ভৌমিক সহ বনকর্মীরা। রাতেই শাবক সহ হাতিটিকে কুঁয়ো থেকে তুলে দলের সঙ্গে ফেরত পাঠায়। বনদপ্তর থেকে জানানো হয়েছে, হাতি দুটি সুস্থ রয়েছে এবং দলেই ফেরত গিয়েছে। ওই রাতেই হাতির পালটি নয়াবসত এলাকা ছেড়ে আড়াবাড়ি রেঞ্জের ধানঘোরী এলাকার জঙ্গলে প্রবেশ করে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “কুঁয়োতে পড়ে যাওয়ার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছিল। হাতি দুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তারা দলের মধ্যে ফিরে গিয়েছে। তাদের উপর নজরদারি রাখা হচ্ছে।”

Previous articleGhatal : বন্যায় ধুয়ে নিয়ে যাওয়া বাড়ির গৃহহীন বৃদ্ধ দম্পতি আজও বিদ্যালয়েই,আশঙ্কা ! বিদ্যালয় খুললে কি হবে ?
Next articleCyclone DANA : ঘূর্ণিঝড় “ডানা” আসছে, জেলাতে ২৫ হাজার মানুষকে সরানো হচ্ছে জেলাতে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here