Home Blog Money recovery: প্রাইভেট কার-এ যুবকের দল যাচ্ছিল ওড়িষ্যা, বর্ডারে আটকাতেই বেরিয়ে...

Money recovery: প্রাইভেট কার-এ যুবকের দল যাচ্ছিল ওড়িষ্যা, বর্ডারে আটকাতেই বেরিয়ে এলো গাদা গাদা টাকা

28
0

 

দাঁতন: পশ্চিম মেদিনীপুরের দাঁতনউড়িষ্যা সীমান্ত বাইপাটনা এলাকায় পুলিশি
নাকাতে সোমবার ভোরে বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার এক যুবক। যুবক পুলিশের হাতে
আটকা পড়েছে দেখে সঙ্গীরা প্রাইভেট কারে দ্রুত ফেরার।
তবে ধৃতের
কাছে তল্লাশি করলে বেরিয়ে আসে বিপুল 
পরিমান টাকা ৷ টাকার উত্স সমন্ধে পরিষ্কার তথ্য না দিতে পারায় গ্রেফতার যুবক
৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

 পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যা সীমানায় বাইপাটনা এলাকাতে দাঁতান থানার পুলিশের পক্ষ থেক পুলিশী নাকা চলাচ্ছিল রোজকার মতো। সোমবার ভোর নাগাদ একটি প্রাইভেট কারকে
আটকে জিজ্ঞাসাবাদ করে দাঁতন থানার পুলিশ কর্মীরা। বেশ কয়েকজন যুবক ছিল ওই
গাড়িতে। তাদের কথাবার্তায় অসঙ্গতি বেরিয়ে আসছিল। তখনই ওই গাড়িতে থাকা এক যুবক
পালাতে চেষ্টা করলে তাকে ধরে ফেলে পুলিশ। তাকে ধরার সময় প্রাইভেট কারে বসে থাকা
অন্যরা দ্রুত গাড়ি নিয়ে ফেরার হয়ে যায়। ধৃত যুবককে আটকে তল্লাশি করলে তার
পোশাকে
লুকিয়ে রাখা প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। তবে
ওই টাকা কোথা থেকে নিয়ে এসেছিল ওই যুবক তার সদুত্তর দিতে না পারায় ওই যুবককে
গ্রেফতার করে পুলিশ।

 জানা গেছে যুবকের নাম এনামুল হোসেন, ‌ বাড়ি হুগলির চন্ডীতলা থানা এলাকায়। ধৃতের কাছ থেকে ৫০০ ও ২০০০ টাকার
নোটের বান্ডিল মোট ১৫ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে গ্রেফতার
করে সোমবার দাঁতন আদালতে পেশ করেছে দাঁতন থানার পুলিশ। অন্যদিকে ফেরার হয়ে
যাওয়াদের  খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Previous articleDidir Dut :”দিদির দুত” হিসেবে গিয়েও এলাকা এড়ালেন শিউলি সাহা, মুগবাসানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের
Next articleForest: পথ কুকুরদের তাড়া, জঙ্গল থেকে লোকালয়ে পুর্ণবয়স্ক চিতল হরিণ, ভীড় কৌতুহলিদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here