Home Blog Mobile theft: ছিনতাই হয়ে গিয়েছিল কিংবা কোন ভাবে খোয়া গিয়েছিল, এমন ২৬...

Mobile theft: ছিনতাই হয়ে গিয়েছিল কিংবা কোন ভাবে খোয়া গিয়েছিল, এমন ২৬ টি মোবাইল খুঁজে দিল খোঁজ পোর্টাল

26
0

 

মেদিনীপুর: বিভিন্ন সময় বিভিন্ন
লোকের কাছ থেকে ছিনতাই হয়ে গিয়েছিল
, কেউ আবার বিভিন্নভাবে
হারিয়ে ফেলেছিল মোবাইল। থানাতে অভিযোগ জমা করা হয়েছিল। অভিযোগ জমা হয়েছিল
অনলাইন “খোঁজ” পোর্টালেও। অনেকে আশা ছেড়েই দিয়েছিলেন। কোতোয়ালি পুলিশ
ফোন করে তাদের জানালো -“আপনার মোবাইল পাওয়া গিয়েছে থানায় এসে নিয়ে
যান”।

 

 

পশ্চিম মেদিনীপুর জেলার ছাড়াও
জেলার বাইরের এমন ২৬ জনের মোবাইল তার মালিকের হাতে তুলে দিল মেদিনীপুর শহরে থাকা
কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানাই থানাতে জানানো ছাড়াও খোঁজ পোর্টালে অনেকেই
আপলোড করেছিলেন নথি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে এই বিশেষ
পোর্টাল চালু করা হয়েছিল। হারিয়ে ফেলা বা বিভিন্নভাবে মোবাইল নিখোঁজ এর অভিযোগ
ডিজিটালি জানিয়ে ফেরত পাওয়া শুরু হয়েছে কয়েক মাস ধরে। কোতোয়ালি পুলিশের আইসি
আতিবুর রহমান এমন ২৬ জনের মোবাইল বৃহস্পতিবার দুপুরে তার মালিকদের হাতে তুলে
দিয়েছেন।

 

প্রায় আশা ছেড়ে দেওয়া এই সমস্ত
মোবাইলের মালিকেরা হাতে মোবাইল পেয়ে অভিভূত। ধন্যবাদ জানালেন তারা এদিন কোতোয়ালি
পুলিশকে।


Previous articleDilip Ghosh: মণিপুরে মহিলার ওপর নির্যাতনের প্রতিবাদে খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও আদিবাসীদের
Next articleForest Raid :আনন্দপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল মিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here