Home Blog MIDNAPUR MUNICIPALITY :মেদিনীপুর পৌরবোর্ডের প্রথম বর্ষপূর্তি, বিভিন্ন প্রান্তের ভবঘুরেদের সঙ্গে দিন উদযাপন...

MIDNAPUR MUNICIPALITY :মেদিনীপুর পৌরবোর্ডের প্রথম বর্ষপূর্তি, বিভিন্ন প্রান্তের ভবঘুরেদের সঙ্গে দিন উদযাপন পৌরসভার

27
0

 

মেদিনীপুর: প্রায় তিন বছর আইনি
জটিলতায় বন্ধ থাকার পর ২০২২ এ মেদিনীপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। একছত্রভাবে তৃণমূল
বোর্ড দখল করেছিল। সেই পৌরবোর্ডের এক বছর পূর্তি হল ২০২৩ এর ১৬ই মার্চ। দিনটিকে
অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভা। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভবঘুরে
, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে দিনটিকে বিশেষভাবে উদযাপন করলো মেদিনীপুর পৌরসভা।
নতুন বস্ত্র দিয়ে ভুরিভোজ এর আয়োজন হলো বৃদ্ধাশ্রমে।
বোর্ডের দীর্ঘায়ু কামনা
করলেন আবাসিকদের কাছে ৷

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর
পৌরসভার এই বর্ষপূর্তি একটু আলাদাভাবে করারই আয়োজন করেছিল পৌরবোর্ড। কাউন্সিলরদের
সঙ্গে সিদ্ধান্ত নিয়ে পৌরসভা ঠিক করে-দিনটিকে অসহায়দের সঙ্গে উদযাপন করবে।
মেদিনীপুর শহরের
মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি
“শেল্টার পর আর্বান হোমলেস” নামক আবাসন রয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন
প্রান্তের ভবঘুরে
, বাড়ি থেকে বিতাড়িত বা পরিতক্ত বৃদ্ধ-বৃদ্ধা,মহিলারা
আশ্রয় নিয়ে থাকেন। প্রায় ৪০ জন এমন আশ্রয়হীনদের মেদিনীপুর পৌরসভা আশ্রয় দিয়ে
রেখেছে। সারাদিনভর খাওয়ার দেওয়ার সাথে সাথে
, তাদের শরীর
স্বাস্থ্যের জন্য চিকিৎসা
, বিনোদন সবটাই করে থাকে। পৌরসভার
ভাষাতে একপ্রকার বৃদ্ধাশ্রম এটা।

সেই বৃদ্ধাশ্রমেই মেদিনীপুর
পৌরসভার বর্ষপূর্তি হল বৃহস্পতিবার রাতে। কাউন্সিলদের সঙ্গে নিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের
মাঝে বর্ষপূর্তির কেক কাটলেন পৌরপ্রধান সৌমেন খান। এরপর ছোট্ট একটি সাংস্কৃতিক
অনুষ্ঠানের পর উপস্থিত বৃদ্ধ-বৃদ্ধা সকলকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাদের
জন্য আয়োজন হয় ভুরিভোজের। ঠান্ডা পানীয় থেকে গরম কফি, চিকেন পাকোড়া
, রাতের খাবারে মাংসের নানা পদ সহ এলাহী আয়োজন ছিল। পৌর প্রধান কাউন্সিলর
সহ আবাসনের সকলেই এই ভুরিভোজে সামিল হয়েছিলেন। নতুন বস্ত্র ও এই উৎসব পেয়ে
পৌরকর্তাদের আশীর্বাদ করলেন বৃদ্ধ-বৃদ্ধারা।

পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান
জানান-” দিনটিকে বিভিন্নভাবেই পালন করা যেতে পারতো৷ কিন্তু আমরা এই অসহায়
মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের আশীর্বাদ নিয়েই সামনের দিকে
এগিয়ে চলার চেষ্টা।”

বিরোধীদের কটাক্ষ অবশ্য পেছন
ছাড়েনি। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন-” বর্ষপূর্তি
হয়েছে ভালো
, কিন্তু পৌরসভা তার নিজের কাজটাই মেদিনীপুর শহরে ভালো
করে করেনি। গরম সেভাবে পড়ার আগেই পানীয় সংকট দেখা দিয়েছে। রাস্তা থেকে উন্নয়ন
সেরকম হয়নি। সেই কাজগুলো আগে করা দরকার।”



Previous articleElephant attack :সন্ধায় আগুন লাগিয়েছিল জঙ্গলে, রাতে জঙ্গল থেকে গ্রামে ঢুকে বাড়ি ভাঙলো হাতি
Next articleSSC-TET: “SSC-র পরীক্ষায় ভাই ১২ নম্বর পেয়ে থাকলে মন্ত্রিত্ব ছেড়ে দেব” সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here