Home Blog Midnapur Live: বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে স্ত্রী,খবর শুনেই নিজেও আত্মহত্যা করতে জলট্যাঙ্কের...

Midnapur Live: বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে স্ত্রী,খবর শুনেই নিজেও আত্মহত্যা করতে জলট্যাঙ্কের মাথায় যুবক

33
0

 

মেদিনীপুর: পারিবারিক কোন এক
কারণে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে স্ত্রী। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু খবর শোনার
পরেই নিজেও আত্মঘাতী হতে বিশাল উঁচু এক জল ট্যাংকের মাথায় উঠে বসল যুবক।
চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় তাকে
বুঝিয়ে সেখান থেকে নামিয়ে উদ্ধার করল পুলিশ ও দমকল।
উদ্ধার করে তাকে
ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

উদ্ধার হওয়া যুবকের নাম বিকি
পাওয়ার
(২৮)। তার বাড়ি মেদিনীপুর শহরের ভূঁইয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা
গিয়েছে
, ওই যুবকের পরিবারে পারিবারিক অশান্তির কারণে যুবকের
স্ত্রী বিষ খেয়ে নিয়েছিলেন বুধবার। মেদিনীপুর শহরে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই
বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। খবরটি জানার পরেই ভেঙে পড়েন যুবক। নিজেকেও শেষ
করে দিতে নিজের এলাকা থেকে কিছুটা দূরে শেখপুরা এলাকায় পৌঁছে জল ট্যাংক এর মাথায়
চেপে বসেন। আত্মহত্যা করতে চলেছে এমন বুঝতে পারে প্রত্যক্ষদর্শীরা।
জড়ো হয়ে
যান স্থানীয়রা ৷ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর যায় পুলিশ ও
দমকলে। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল ও কোতোয়ালি থানা

পুলিশ তাকে বোঝাতে সক্ষম হয়। বিশাল উঁচু জল ট্যাঙ্ক এর মাথা থেকে তাকে নামাতে
সক্ষম হয় সকলে।

দমকল কর্মীরা জানায়-” অনেক
চেষ্টা করে বুঝিয়ে তাকে নামানো সম্ভব হয়েছে।”

 

এরপরই পুলিশ তাকে উদ্ধার করে
চিকিৎসার জন্য নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্যকর
পরিস্থিতি তৈরি হয় বেলা বারোটার পর মেদিনীপুর শহরে।



Previous articleJangalmahal :রাজ্যস্তরের আদিবাসী নাটক প্রতিযোগীতা,নেই মুখ্যমন্ত্রীর ছবি,ফাঁকা হলে নেই আদিবাসীরাও-মেদিনীপুরে ক্ষোভ উগরে দিলেন তিন মন্ত্রী
Next articleElephant attack : গভীর রাতে খাবারের খোঁজে মাটির বাড়িতে ধাক্কা হাতির, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here