Home Blog Medinipurlive : পারিবারিক জমি রেজিষ্ট্রি সেরেছিলেন রেজিষ্ট্রি অফিসে৷ প্রতারকরা আধার ক্লোন করে...

Medinipurlive : পারিবারিক জমি রেজিষ্ট্রি সেরেছিলেন রেজিষ্ট্রি অফিসে৷ প্রতারকরা আধার ক্লোন করে রেজিষ্ট্রিতে অংশ নেওয়া ৫ ভাইয়ের একাউন্ট থেকে গায়েব করলো সব টাকা

28
0

 

চন্দ্রকোনা : কয়েকমাস আগে পারিবারিক
একটি জমি রেজিষ্ট্রি সেরেছিলেন ঘাটালের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত আগর গ্রামের
একটি কৃষকপরিবার ৷ সাত ভাইয়ের পরিবারের সকলেই ঘাটাল রেজেষ্ট্রি
অফিসে গিয়ে পদ্ধতি অনুযায়ী রেজিষ্ট্রি করেছিলেন ৷ সেখানে পদ্ধতি অনুসারে সকলেরই
ফিঙ্গার প্রিন্ট দিতে হয়েছিল ৷ এরপর
গত একমাসে বিভিন্ন সময়
ধরে সেই ভাইদের ৫ জনের একাউন্ট থেকে টাকা খালি করে দিল প্রতারকরা ৷ সেপ্টেম্বরের
বিভিন্ন সময়ে সেই টাকা উঠেছে বলে জানা ওই পাঁচ ভাই ৷ বিভিন্ন স্থান থেকে
AEPS  পদ্ধতি অবলম্বন করে সেই টাকা গায়েব করা হয়েছে ৷
ঘটনায় হতভম্ভ পরিবারের সদস্যরা ৷ কারন মেয়ের বিয়ের জন্যও টাকা রেখেছিলেন একজন ৷ যার
পুরোটাই গায়েব ৷ পুলিশে অভিযোগ দায়ের করলেন সকলেই ৷

 

পরিবারের লোকেরা জানান- সম্প্রতি হঠাৎ করে পরপর সব ভাইদের মোবাইলে মেসেজ আর সেই মেসেজেই দেখা যাচ্ছে টাকা গায়েব, মেসেজে
উল্লেখ রয়েছে “
AEPS cash withdrawal”৷ যার পুরো নাম “আধার এনাবলড
পেমেন্ট সিস্টেম৷” মানে উপভোক্তার আধারের তথ্য ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহার করে টাকা তোলা
হয়েছে ৷  পরিবারের সদস্যদের
দাবি
জমি রেজিস্ট্রি করতে গিয়ে ছিলেন একবছর হতে চললো,সেখান থেকেই হয়তো পরিবারের সকল সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট  থেকেই প্রতারিত হয়েছেন। ইতিমধ্যে পুরো ঘটনাটি
নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। ব্যাংক
একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় কৃষক পরিবারের নেমে এসেছে চরম দুশ্চিন্তা।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের আগর গ্রামের ঘটনা।আগর
গ্রামের কৃষক পরিবারের সদস্য রনজিত রায়
,অভিজিৎ রায়,অনিল রায়,অজিত রায়।তাদের এক ভাইয়ের দাবি শুক্রবার মোবাইলে মেসেজ আসে,দশ হাজার করে কয়েক দফায় টাকা কাটা হয়েছে


 একই পরিবারের পাঁচ ভাইয়ের টাকা কাটার ঘটনায়
দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তারা
, এমনকি
পুলিশ প্রশাসন কেও বিষয়টি লিখিত আকারে জানায়।ইতিমধ্যে গোটা ঘটনায় পড়ে গিয়েছে
শোরগোল।
তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ 

#Medinipurlive, #paschimmedinipur,#midnapurtown,#chandrakona,#aadharclone,#fraud,#AEPS, #Midnapore,#bankfraud, #cyberfraud,#Ghatal


Previous articleদলছুট হাতির তাণ্ডবে নাজেহাল বনদপ্তর
Next article‘পরিচয়হীন’ সদ্যজাতদের আর ঝোপে-জঙ্গলে ফেলতে হবে না, ‘পালনা’-তে দিলে শিশু প্রাণ রক্ষা করবে প্রশাসন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here