Medinipurlive : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ার মুহূর্তে রোমহর্ষক উদ্ধার বৃদ্ধা, দেখুন CCTV Footage

 

Medinipur :
মেদিনীপুর থেকে হাওড়া গামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। শুক্রবার বিকেল
চারটে দশ নাগাদ সেই লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল। তাতেই কোনক্রমে ওঠার
চেষ্টা করছিলেন বৃদ্ধা। ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান বৃদ্ধা। চাকার
তলায় পড়েই যাচ্ছিলেন
, সাক্ষাৎ ঈশ্বরের
দূত এর মত ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল। কোল পাঁজা করে দীর্ঘ
ছুটে বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি। প্রাণে বাঁচলেন মহিলা। পুরো
ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে।

চাঞ্চল্যকর
এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনের শুক্রবার বিকেলে। বিকেল ৪:১০ এ মেদিনীপুর
হাওড়া ডাউন লোকাল ট্রেন এ করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেন তখন
চালু করে দিয়েছিল এক নম্বর প্লাটফর্ম থেকে। ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার
চেষ্টা করছিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতি ও ততটাই বাড়ছিল। কিন্তু
তিনি কোনোভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন। শেষে ছুটতে না পেরে হাতল ধরা
অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা। এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকেই
পড়ে যেতেন। তাহলেই নির্ঘাত মৃত্যু ছিল। দূর থেকে বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন
প্রত্যক্ষদর্শী এক লেডি কনস্টেবল এস বিশ্বাস। প্রচন্ড গতিতে ছুটতে ছুটতে এসে
একেবারে কোলপাঁজা করে ধরে নেন বৃদ্ধাকে। কোলে করে কোনোভাবে ওই হাতল থেকে ছাড়ানোর
চেষ্টা করেন বৃদ্ধাকে। ওই অবস্থাতেই লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন। অনেক
পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই
বৃদ্ধা। দ্রুত বাকি রাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে।

 

ঘটনায়
প্রত্যক্ষদর্শী স্টেশনের অন্যান্যরা ও রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই সাক্ষাৎ
ঈশ্বরের দূত বলেই মনে করছেন ওই লেডি কনস্টেবল কে। তার তৎপরতাতেই প্রাণ পেলেন ওই
বৃদ্ধা। লেডি কনস্টেবল এস বিশ্বাসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে
উপস্থিত অন্যান্য যাত্রীরা। সাবাশী কুড়িয়েছেন রেলওয়ে আধিকারিকদের কাছ থেকেও।

 

 

এই ধরনের
প্রাণে বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশনে এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে
রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায়। সম্মানিত হয়েছেন রেলকর্তাদের কাছে। এবার সম্ভবত
সেই তালিকায় স্থান পেলেন দুর্ধর্ষ সাহসী কনস্টেবল এস বিশ্বাস।

Lady Constable, SE railway, Midnapur station, Medinipur, Medinipurlive, train passenger, Medinipur train, Medinipur Howrah Local, Paschim Medinipur, Railway police, RPF,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *