Home Medinipur Live Medinipur Medical: সাসপেনশন মুক্ত মেদিনীপুর মেডিকেলের ৭ জুনিয়র ডাক্তার!

Medinipur Medical: সাসপেনশন মুক্ত মেদিনীপুর মেডিকেলের ৭ জুনিয়র ডাক্তার!

109
0

মেদিনীপুর: কলকাতায় রাজ্যের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি সভার আয়োজন হয়েছিল সোমবার। সেখানে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে। তবে উল্লেখযোগ্য ঘোষণা হল-মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাতজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার। তার কারণ এই ইস্যুটি রাজ্যজুড়ে অতি পরিচিত ছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন-” এই জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যৎ ও চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তবে সিনিয়র চিকিৎসকদের সাসপেনশন এখনো অথৈ জলে।

গত ৮ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে চিকিৎসকদের ত্রুটির কারণে পাঁচজন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক তৈরি হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয় পরে। অপর আরো একজনের সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়। বাকিরা এখনো কমবেশি চিকিৎসাধীন। সেই ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি। তদন্তে নামে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তদন্তে পাওয়ার রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই দিনের চিকিৎসার কাণ্ডে জড়িত থাকা সাত জন জুনিয়র চিকিৎসক, হাসপাতাল সুপারসহ ৬ জন সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেই সাথে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এর প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। তাদের দোষে নয়, পরিকাঠামোর দোষে এই কাণ্ড হয়েছে-এমন অভিযোগ তারা করেছিল। প্রশাসন কোনভাবে সেই পরিস্থিতি সামাল দেয়। সেই কান্ড বিবেচনা দিন ছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে।

অবশেষে সোমবার কলকাতায় একটি অডিটোরিয়ামের চিকিৎসকদের নিয়ে যে সভা হয়েছে। যেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেন এই জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হলো বলে। এতে সভাস্থলে উপস্থিত জুনিয়র চিকিৎসকরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সভাস্থলেই জুনিয়র চিকিৎসকরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আনন্দে সেলফি তুলতেও দেখা গিয়েছে।।

Previous articleChandrakona: কংগ্রেস ফেলেছিল মাটি, সিপিআইএম দিয়েছিল মোরাম, তৃণমূল শুরু করল পাকা রাস্তা, সময় লাগলো ৭৫ বছর
Next articleMedinipur: সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here