Home Blog Medinipur Live: মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান

Medinipur Live: মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান

48
0
মেদিনীপুর : কয়েকদিন আগে মেদিনীপুর শহরের ফুটপাতে থাকা একটি ফাস্টফুডের দোকানে শর্ট-সার্কিট হয়ে পুরো দোকান বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল। মারা গিয়েছিলেন দোকানের এক কর্মী, গুরুতর অসুস্থ ২। ফুটপাতে দোকান নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এরপর জেলা শাসকের নির্দেশ পেয়েই শনিবার দুপুর থেকে রণংদেহি মূর্তি নিয়ে অভিযান শুরু করে মেদিনীপুর পৌরসভা। পুলিশ ও পৌরসভার কর্মী, আধিকারিকদের নিয়ে নেতৃত্বে থাকা পৌরসভার চেয়ারম্যান নিজ হাতে তছনছ করলেন ফুটপাতের অবৈধ দোকানের মালপত্র।
 পৌরপ্রধান সৌমেন খান বলেন, “অনেকবার বলা হয়েছিল সকলকেই। কিন্তু প্রত্যেকেই প্রথমে ফুটপাতের পাশে বসে, তারপর একটু করে দোকানকে সামনের দিকে বাড়িয়ে নেই। এর জেরে নিত্য যানজট লেগে রয়েছে মেদিনীপুর শহরে। আমরা এদের কোনোভাবে রেয়াত করবো না। আজকে সকলের মালপত্র ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর বাজেয়াপ্ত হবে।” শনিবার দুপুর থেকে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে ফুটপাতের পাশে থাকা বিভিন্ন ফল ও অন্যান্য দোকান যেগুলি ফুটপাত দখল করে ব্যবসা বাড়িয়েছে তাদের ওপর অভিযান চলে। ফল ও বিভিন্ন দোকানের মালপত্রগুলি নিজে হাতে ঠেলে সরিয়ে দেন সৌমেন খান। বেআইনিভাবে বসেছিল বিরিয়ানির দোকান। সেখানে থাকা উনুন ভেঙে দেয়। সকলকেই হুঁশিয়ারিও দেন পৌরপ্রধান। 
অন্যদিকে জেলা শাসক খুরশীদ আলী কাদেরী শুক্রবার বিকেলে বৈঠক করেছেন পৌরসভা, বিদ্যুৎ দপ্তর ও মহকুমা শাসক কে নিয়ে। তিনি সকলকে নির্দেশ দিয়েছেন-তিন দিনের মধ্যে মেদিনীপুর শহরে এমন অবৈধ  কত দোকান রয়েছে, কত অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে জমা দিতে হবে। ফুটপাতের দোকানটিতে যে দুর্ঘটনাটি ঘটেছে তার জন্য কে দায়ী?  তারও রিপোর্ট জমা করতে বলা হয়েছে।
#Medinipore, #midnapur, #Midnapurmunicipality, #Medinipurlive, #midnapurfootpath, #medinipursohor,
Previous articleহাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম, নিত্যদিন ভাঙছে বাড়ি, ‘অসহায়’ অবস্থায় দিন কাটছে স্থানীয়দের
Next articleMedinipurlive: বিশ্বকর্মা পুজোর আগে শতাধিক হাতির তাণ্ডব মেদিনীপুর সদরে, রাত পাহারা গ্রামবাসীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here