মেদিনীপুর: মেদিনীপুর পৌর
এলাকায় থাকা হকার ও স্ব সহায়ক দলগুলিকে ঋণ দিয়ে আরো প্রতিষ্ঠিত করার উদ্যোগ
মেদিনীপুর পৌরসভার। সেই লক্ষ্যে মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হয়ে গেল পৌরসভার
সভাগৃহে।
মেদিনীপুর পৌর এলাকাতে অনেকগুলি
সহায়ক গোষ্ঠী রয়েছে। পৌরসভার খাতায় তালিকাবদ্ধ থাকা সেই সমস্ত সহায়ক দলগুলিকে
নিয়ে একাধিক পদক্ষেপ করেছে ইতিমধ্যে পৌর প্রশাসন। সম্প্রতি মেদিনীপুর শহরে সেই
সমস্ত সহায়ক দলগুলি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরিতে
ব্রতী হয়েছে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোশাক ইতিমধ্যে এক
প্রস্থ তৈরি হয়ে গিয়েছে। সেগুলি কিভাবে হস্তান্তরিত করা হবে, এবং এরপর দলগুলিকে পরবর্তী কোন কোন কাজে লাগানো হবে,
তাদের স্বনির্ভর করতে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে
বিস্তারিত আলোচনা হয় মঙ্গলবার এর বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার
পৌরপ্রধান সৌমেন খান, সিআইসি সুসময় মুখার্জি সহ অন্যান্যরা।
সুসময় মুখার্জি এদের জানিয়েছেন-“স্ব
সহায়ক দলগুলিকে স্বনির্ভর করার জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে
আরো হচ্ছে। আরো কি কি করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে মেদিনীপুর শহরে থাকা হকারদের আর্থিকভাবে স্বাবলম্বী আরো করতে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া
হয়েছে। ইতিমধ্যে অনেককেই ঋণ দেওয়া হয়েছিল, আরো ঋণ দিয়ে
হকারদের আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।”