Home Blog Medinipur Live: মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা...

Medinipur Live: মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু,এপ্রোচে পুনর্বাসনের দাবি

34
0



মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপরে রয়েছে মোহনপুর তথা বীরেন্দ্র সেতু। মেদিনীপুর- খড়্গপুরের সংযোগস্থল ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে থাকা পুরনো এই সেতুটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত রয়েছে, এমন জানিয়ে গত বছরের জুন মাস থেকে ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। ওই সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু তৈরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই নতুন সেতুর কাজ শুরুর আগে সোমবার ভূমি রাজস্ব দফতরে হলো বৈঠক। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় মানুষজন। 

জানা গিয়েছে, চার লেনের নতুন সেতু তৈরি হবে। লম্বা ৫৫৮ মিটার, চওড়া হবে সাড়ে ২৭ মিটার। তাতে খরচ হবে ২৪৫ কোটি টাকা। দু’বছরের মধ্যে শেষ হবে সেতুর কাজ। ওই সেতু তৈরি করতে গিয়ে বেশ কিছু মানুষের ঘরবাড়ি, দোকান ভাঙা পড়বে। তাদের পুনর্বাসনেরও দাবি উঠেছে। খড়্গপুর গ্রামীণের বড়কলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বেরা বলেন, “বৈঠকে আমাদেরকে ডাকা হয়েছিল জনপ্রতিনিধি হিসেবে। নতুন সেতুকে স্বাগত জানিয়ে আমরা জানিয়েছি যে সমস্ত বাড়িঘর এবং দোকান ভাঙা পড়বে তাদের পুনর্বাসন দেওয়ার। প্রশাসন আশ্বাস দিয়েছে বিষয়টি দেখার।” 

বৈঠক শেষে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় বলেন, “রাজ্য সরকার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে নতুন সেতু তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। চার লেনের সেতু তৈরি হবে। তাতে খরচ হবে ২৪৫ কোটি টাকা। তাতে বেশ কিছু মানুষের জায়গা পড়বে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। খুব দ্রুত সার্ভে হবে এবং কাজও শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সেই কাজ শেষ হবে।”


Previous articleForest Fire: মেদিনীপুর সদরের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পে রক্ষা পেল গ্যাসের গোডাউন, ছুটল দমকল
Next articleBrown sugar: ​বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে জলেশ্বর প্রবেশ,পুলিশের হাতে গ্রেপ্তার মেদিনীপুরের ৩, বাজেয়াপ্ত ৩০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here