Home Blog Medinipur Live: নারায়ণগড় বিডিও অফিসে মনোনয়ন দেখতে দিলীপ ঘোষ, চোর চোর বলে...

Medinipur Live: নারায়ণগড় বিডিও অফিসে মনোনয়ন দেখতে দিলীপ ঘোষ, চোর চোর বলে স্লোগান তৃণমূলের

15
0

 

নারায়ণগড়: সোমবার
দলীয় কর্মসূচির সাথে সাথে দলের প্রতিনিধিরা মনোনয়ন জমা কেমন ভাবে দিচ্ছে
, দেখতে গিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নারায়ণগড় বিডিও অফিস চত্বরে
যেতেই তাকে দেখে ক্যাম্প থেকে তৃণমূলের চোর চোর বলে স্লোগান। ক্ষুব্ধ দিলীপ ঘোষ
ক্ষোভ উগরে এলাকা ছাড়লেন। দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়া “চোরেরা তো চোর
বলবেই”।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিডিও অফিস চত্বরে। এদিন দলীয় কর্মীদের সঙ্গে
একটি মিটিং সেরে নারায়ণগড় বিডিও অফিসে মনোনয়ন পর্ব দেখতে তিনি গিয়েছিলেন। অফিস
থেকে বাইরে চত্বরে প্রবেশ করতেই তৃণমূল কর্মীদের থাকা ক্যাম্প থেকে চোর চোর বলে
শ্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা । এতে অস্বস্তিতে পড়ে ক্ষোভ উগরে দেন দিলীপ
ঘোষ।

দিলীপ ঘোষ বলেন-” নিয়ম
ভেঙ্গে বিডিও অফিসের চত্বরে তৃণমূলের ক্যাম্প তৈরি করা হয়েছে।বলা হয়েছিল এক কিলোমিটার
এর মধ্যে
144 ধারা, তাহলে তৃণমূলের এত লোক
ক্যাম্প করে সেখানে কি করছে
? সেই চোরেরা চোর স্লোগান তুলবে
না তো কি তুলবে
?  “


Previous articleGhost panic: সন্ধ্যা হলেই ভয়ে ঘর থেকে বাইরে পা রাখছেন না মানুষজন, কারণ খতিয়ে দেখতে এলাকায় প্রশাসন
Next articlePanchayet Election :মনোনয়ন প্রক্রিয়া দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ, তাকে লস্যি ও ঠান্ডা পানীয় দিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূল কর্মীরা,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here