Home Blog Medinipur Live : খাদ্যের গুণমান পরীক্ষায় বিরিয়ানীর দোকানে হানা স্বাস্থ্যকর্তার, রাস্তার দোকানে...

Medinipur Live : খাদ্যের গুণমান পরীক্ষায় বিরিয়ানীর দোকানে হানা স্বাস্থ্যকর্তার, রাস্তার দোকানে বাজেয়াপ্ত করন পৌরসভার

19
0

 


মেদিনীপুর: মঙ্গলবার দুপুর থেকে মেদিনীপুর শহরে জোড়া অভিযান প্রশাসনের খাবারের দোকানের হাজির হলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিকর সহ ফুড সেফটি অফিসার , অন্যদিকে রাস্তায় ফুটপাত দখল করে বসা দোকানের সমস্ত সামগ্রী বের করে রাস্তায় রাখলেন পৌরপ্রধান পরে হল বাজেয়াপ্ত করন জোড়া অভিযানে সতর্ক হলেন ব্যাবসায়ীরা

মঙ্গলবার বেলা একটা নাগাদ মেদিনীপুর শহরের রাস্তায় হঠাত বের হয়ে যায় জেলার ফুড সেফটি অফিসার সহ জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্যশঙ্কর সারেঙ্গী সঙ্গে পুলিশ পৌরসভার বিভিন্ন আধিকারিকরাও৷ এদিন তাঁর প্রথমে মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকাতে একটি বিরিয়ানির দোকানে হাজির হন সেখানে বেশ কিছুটা পুরনো খাবার দেখতে পান যদিও দোকানের মালিক জানানপুরনো খাবার কুকুরকে দেওয়া হয় তাদের জন্য রাখা হয়েছে পরে মেয়াদ উত্তীর্ন  অগ্নি নির্বাপক পদ্ধতি নিয়ে হুশিয়ারী দেন আধিকারিকরা লাইসেন্সও জমা করার নির্দেশ দিয়েছেন    এরপরে আরও কয়েকটি দোকানে পরপর হানা দিয়েছেন আধিকারিকরা সকলের কাছ থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা

মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন– “ শহরে খাবারের দোকানে খাবারের গুমান পরীক্ষায় এই অভিযান সব স্থানেই পরীক্ষা করা হবে যাদের পরীক্ষা করা হল তাদের বেশ কিছু সমস্যা পাওয়া গিয়েছে সেগুলি সংশোধন করতে নির্দেশ দিয়ে খাবারের নমুন সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করে দেখা হবে সেগুলি ”  


অন্যদিকে শহরের এলআইসি মোড়ে থেকে ফের রাস্তার পাশে থাকা ফুটপাত দখল করে বসা ব্যাবসায়ীদের নিয়ে ব্যাবস্থা নিতে শুরু করে মেদিনীপুর পৌরসভা গান্ধীমুর্তি পাদদেশ এলাকাতে ফুটপাত দখল করে কাজ চলছিল তাদের বিভিন্ন যন্ত্রাংশ সামগ্রী বাজেয়াপ্ত করেছে পৌরসভার আধিকারিকরা  
পরে সামনেই জেলা পরিষদ মার্কেটের বেশ কিছু খেলনা দোকানি তাদের সামগ্রী ফুটপাতের ওপরে সাজিয়ে ছিলেন ক্ষুব্ধ পৌরপ্রধান তাদের সেই সমস্ত জিনিস সেখান থেকে সরিয়ে রাস্তার মাঝে রেখে দেন সঙ্গে থাকা পৌর কর্মীরা সবটাই তুলে নিয়ে বাজেয়াপ্ত করেছেন পৌরপ্রধান জানিয়েছেন – “আমরা কাউকেই উচ্ছেদ করছিনা তবে নিজের সীমার বাইরে বেরিয়ে ফুটপাত দখল করা বরদাস্ত করা হবেনা ফুটপাতে কেউই বসবেন না ,এমন মুচলেকা লিখে দিয়ে গেলে তাদের জিনিসপত্র ফেরত পাবেন এরপর বসলে কড়া ব্যাবস্থা নেওয়া হবে

 

#daspur,#laksmipuja, #Ghatal,#Medinipurlive, #viralpuja, #paschimmedinipur,#Medinipore, #Midnapur, #Midnapurtown, #Daspurpuja, #Ghatalflood, #Ghatalpuja, #farmers, #specialpuja, #puja2023,#villagerspuja, #durgapuja, #durgapuja2023,#carnival, #followme #follow #followforfollow #followback #followers #follow4follow #followher #follower #followhim #followall #followbackteam #followbackalways #follows #followgram #followalways #instagramer #followmefollowyou #following #followstagram #follownow #followus #followmeback #followforlike #followmeplease #followshoutoutlikecomment #followbackinstantly #f4f #ifollo #followyou

 


Previous articlelaksmipuja : দাসপুরের চাষীদের লক্ষ্মীপুজোর প্রতিমা তৈরী হয়েছে ১০৮ রকমের এক কুইন্টাল শস্যবীজ দিয়ে,অন্য একটি প্রতিমা তৈরী পুরো পাট দিয়ে তৈরী
Next articleBJP :দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির প্রতিবাদী মিছিলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে “ডাকাতরাণী” সাজানো, মেদিনীপুরে পুলিশ আটক করলো মহিলাকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here