Home Blog Medinipur : সন্ধ্যায় যুগলে ঘুরতে গিয়েছিলেন ড্যাম্পের ধারে, যুবককে বেধড়ক মেরে যুবতীকে...

Medinipur : সন্ধ্যায় যুগলে ঘুরতে গিয়েছিলেন ড্যাম্পের ধারে, যুবককে বেধড়ক মেরে যুবতীকে অপহরণ, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে অক্ষত অবস্থায় যুবতীকে উদ্ধার পুলিশের, আটক ২

30
0

 

মেদিনীপুর: মেদিনীপুর শহরে
হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এর এক ছাত্র ও এক নার্স দুজনে শুক্রবার সন্ধ্যায় ঘুরতে
বেরিয়েছিলেন মেদিনীপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে থাকা জঙ্গল সংলগ্ন ড্যাম্পের
ধারে। অভিযোগ-সন্ধ্যে নাগাদ অতর্কিত তাদের ওপর দুজন যুবক চড়াও হয়। যুবককে বেধড়ক
লাঠিসোটা দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। কোনোভাবে পাশেই সাহায্য চাইতে যায়
যুবক
,
ততক্ষণে সঙ্গী যুবতী নিখোঁজ। রাত বারোটা পর্যন্ত তল্লাশি চালিয়ে
পুলিশ কর্তারা উদ্ধার করলেন যুবতীকে জঙ্গল সংলগ্ন এলাকার গ্রামে থাকা একটি বাড়ি
থেকে। তদন্তে নেমে দুই যুবককে আটক করল পুলিশ।

 

 

 

শুক্রবার সন্ধ্যার পর ঘটনাটি
ঘটেছে মেদনীপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে থাকা আমড়াতলা এলাকায়। জঙ্গলের পাশে
একটি ড্যাম্প রয়েছে সেখানে। সেখানেই বিকেলের পর অনেকেই ঘুরতে যান। মেদিনীপুর শহর
থেকে এক যুবতী ও যুবক যুগলে ঘুরতে গিয়েছিলেন শুক্রবার সন্ধ্যা নাগাদ বাইকে করে।
তারপরেই তাদের উপর আক্রমণের ঘটনা ঘটে।

 

সন্ধ্যা সাতটা নাগাদ ওই যুবক
রক্তাক্ত অবস্থায় পাশে গ্রামের লোকজনকে জানায় তার সঙ্গিনীকে মারধর করে কেউ বা
কারা তুলে নিয়ে চলে গিয়েছে। তাকে উদ্ধার করার অনুরোধ করেন। স্থানীয় গ্রামবাসীরা
পুলিশকে জানিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠায়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। অন্যদিকে সন্ধ্যা সাতটার পর গুড়গুড়ি পাল
থানার বিশাল পুলিশ বাহিনী ওই ড্যাম সংলগ্ন জঙ্গলে খোঁজ শুরু করে। রাত বারোটা
পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশকর্তারা খোঁজ চালান সেখানে। রাত বারোটার কিছু
পরে জঙ্গলের পাশে থাকা একটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে রাখা ওই যুবতীকে উদ্ধার
করেন পুলিশকর্তারা।

 

যে বাড়িতে রাখা ছিল সেই বাড়ির
মালিক আশীষ প্রধান বলেন-” গ্রামের ছেলেরা জঙ্গলের পাশে একটি মাঠে পিকনিক
করছিল। সেই সময় ওই যুবতী রাত সাড়ে ১১ টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে তাদের কাছে
হাজির হয়। তাকে উদ্ধার করে মেদিনীপুর শহরের মেসে পৌঁছে দেওয়ার কথা জানায়। গভীর
রাতে এই গভীর জঙ্গল থেকে এক যুবতীকে এভাবে বেরতে দেখে সকালে আতঙ্কিত হয়ে পড়ে।
যুবতী জানায় এক যুবকের সঙ্গে ঘুরতে এসেছিল। ছিনতাইকারীরা মারধর করে সব ছাড়িয়ে
নিয়েছে‌। তার বাইক এক্সিডেন্ট করেছে ।এর বেশি কিছু জানেনা। আমরা তাকে উদ্ধার করে
বাড়িতে এনে রাখি এবং পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিই।”

 

 

এই ঘটনায় ওই যুবতীকে উদ্ধার করে
তার পরিবারের লোকজনের হাতে রাতেই তুলে দিয়েছে পুলিশ। অন্যদিকে যুবক আশঙ্কাজনক
অবস্থায় চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্ত নামে পুলিশ।
শনিবার সকালের মধ্যেই ২ যুবককে এই কাণ্ডে আটক করেছে গুড়গুড়ি পাল থানার পুলিশ।
এই ধরনের ঘটনায় ক্ষোভ তৈরি
হয়েছে ড্যাম সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি -“বহিরাগত
দুষ্কৃতীরা এই ধরনের কান্ড করছে।পুলিশ কড়া ব্যবস্থা নিক।”

 

তবে রাতে এই তল্লাশি করবে উপস্থিত
পুলিশের ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন ওয়াই কাদেরী 
জানান -” ঘুরতে আসার যুগলকে মারধরের ঘটনা ঘটেছে। যুবতীকে খুঁজে পাওয়া
যাচ্ছিল না। জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। পরে উদ্ধার
হয়েছে ।আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।”


Previous articleMedinipur :কলকাতায় বিজেপি জে পি নাড্ডা, অন্যদিকে বিজেপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি, উত্তেজনা মেদিনীপুরে
Next articleচূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু করছে মেদিনীপুর পৌরসভা, শনিবার সকাল থেকে ফুটপাতের ব্যবসায়ীদের হুঁশিয়ারিতে পুলিশ ও পৌরসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here