Home Blog Medinipur :কলকাতায় বিজেপি জে পি নাড্ডা, অন্যদিকে বিজেপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে...

Medinipur :কলকাতায় বিজেপি জে পি নাড্ডা, অন্যদিকে বিজেপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি, উত্তেজনা মেদিনীপুরে

24
0

 

মেদিনীপুর: রাজ্যে বিজেপি নেতা
নাড্ডার সফর। সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে
বিক্ষোভ বিজেপি কর্মীদের। তাদের দাবি-পঞ্চায়েত নির্বাচনে খুবই খারাপ ফল হয়েছে।
বিজেপির জেলা সভাপতি অদূরদর্শিতার কারণে এই ফল। কাজের লোক বাদ দিয়ে কাছের লোককে
নিয়ে কাজ করছেন। তাই বিজেপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পশ্চিম
মেদিনীপুর জেলা বিজেপির কর্মীরা। তাদের দাবি-” অবিলম্বে বর্তমান বিজেপির জেলা
সভাপতি তাপস মিশ্রকে পরিবর্তন করতে হবে”।

 

শনিবার বেলা বারোটার পর কয়েকশ
বিজেপি নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন বিজেপি জেলা
কার্যালয়ে মেদিনীপুর শহরে। প্রথমেই কার্যালয়ে ঢোকার প্রবেশপথে তালা ঝুলিয়ে আটকে
দেন সবকিছু। এরপর সেখানেই ধর্না অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। দিনভর এই বিক্ষোভ
চলে।

 

 

পশ্চিম মেদিনীপুরে বিজেপির ফলাফল
গতবারের তুলনায় অনেক বেশি খারাপ। গত পৌরসভা নির্বাচনের পর থেকে বিজেপির বিজেপির
ক্রমেই ভরা ডুবি হচ্ছে জেলা জুড়ে। গত পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য বছরের তুলনায়
এ বছর খারাপ ফল হয়েছে বিজেপির। তারপরেই ক্ষোভ বেড়ে গিয়েছে বিজেপি জেলার
নেতাকর্মীদের।

 

 

বিজেপির জেলা কমিটির সদস্য রমা
রঞ্জন দাস বলেন-“বিজেপির বর্তমান জেলা সভাপতি তাপস মিশ্র কাজের লোকেদের
সরিয়ে রেখে কাছের লোকেদের দিয়ে দল চালাচ্ছেন। বিভিন্নভাবে ব্যাক্তি কেন্দ্রিক
রাজনীতি করা যাচ্ছেন। যে কারণে দলের পর পর ভরাডুবি হচ্ছে। তাই আমরা দলের রাজ্য
সভাপতির কাছে দাবী করছি অবিলম্বে এই জেলা সভাপতিকে পরিবর্তন করা হোক। আমাদের কাজ
দল বিরোধী নয় কিন্তু এই সভাপতি বিরোধী।” নিজেদের এই দাবিতে এই সমস্ত বিজেপি
কর্মীরা এদিন দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্বদের লিখিতভাবে জানাচ্ছেন বলে
জানিয়েছেন তারা।


Previous articleGhatal : “প্রধান অথবা উপপ্রধান করতে হবে আদিবাসী থেকে”, দাবি না মানা হলে বোর্ডগঠন কক্ষে আদিবাসীরা ঢুকলো তীর-ধনুক নিয়ে,রাস্তা অবরোধ, উত্তেজনা ঘাটালে
Next articleMedinipur : সন্ধ্যায় যুগলে ঘুরতে গিয়েছিলেন ড্যাম্পের ধারে, যুবককে বেধড়ক মেরে যুবতীকে অপহরণ, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে অক্ষত অবস্থায় যুবতীকে উদ্ধার পুলিশের, আটক ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here