Home Kharagpur Live Kharagpur: গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ খড়্গপুরে, দেহ ছিটকে পড়লো ১০০ ফুট দূরে

Kharagpur: গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ খড়্গপুরে, দেহ ছিটকে পড়লো ১০০ ফুট দূরে

77
0

খড়গপুর: খড়্গপুরের হরিহতাড়া এলাকায় একটি গ্লিসারিন এর কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই বিস্ফোরণের তীব্রতায় গ্লিসারিন কারখানার ট্যাংকের ওপরে থাকা এক কর্মী প্রায় একশ ফুট দূরে ছিটকে পড়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বিহারের বাসিন্দা ওই কর্মীর নাম মঞ্জিত কুমার (২৫)। ঘটনায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হলে ছুটে যায় দমকল ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্লিসারিনের ওই কারখানায় একটি বড় ট্যাংক এর কাজ চলছিল। বিহার থেকে আসা শ্রমিকরা ওই ট্যাংকের ওয়েল্ডিং এর কাজ করছিলেন। মঞ্জিত একটি বড় নির্মীয়মান ট্যাংকের ঢাকনার উপরে বসে কাজ করছিলেন। ওয়েল্ডিং এর কাজ চলাকালীন হঠাৎ করে প্রচন্ড জোরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পাশাপাশি এলাকা। ছুটে আসেন স্থানীয়রা। দেখা যায় গ্লিসারিনের ওই বিশাল ট্যাংকের বিভিন্ন অংশ ছিটকে ছড়িয়ে পড়েছে বহুদূরে। দূরে পড়ে রয়েছে কারখানার এক কর্মীর দেহ।

ঘটনায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, সেখানে ছুটে আসে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিন। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। যদিও এই প্রসঙ্গে কারখানার পক্ষ থেকে কোন কিছু মন্তব্য করতে চায়নি কেউই।

অল্পেরক্ষা পেয়ে যাওয়া কারখানার অপর এক শ্রমিক বাবলু রাম বলেন-“ওয়েল্ডিং এর কাজ করছিলাম। তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কিভাবে কি হয়েছে বলতে পারব না।”

Previous articleElephant attack : রাতে পরপর বাড়ি ভেঙে ফেললো হাতি, মৃত্যুর সামনে গৃহস্থ
Next articleMedinipur: মেদিনীপুরে নিজের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ,পেছনে প্রেমঘটিত কারন বলে অনুমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here