Home Medinipur Live GHATAL: মাথায় বালি ও গুটির ধামা নিয়ে রাস্তা ঢালাইয়ে শ্রমিকের কাজ করছেন...

GHATAL: মাথায় বালি ও গুটির ধামা নিয়ে রাস্তা ঢালাইয়ে শ্রমিকের কাজ করছেন বিজেপি বিধায়ক। তাজ্জব অনেকেই।

39
0

ঘাটাল: হলুদ জামা পরে মাথায় শ্রমিকদের মত গামছা বেঁধে, ধামা নিয়ে যিনি গুটি – বালি বইছেন ইনি কোন শ্রমিক নন, ইনি বিজেপি- র ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। এলাকা একটি রাস্তা নির্মাণের কাজে শ্রমিকদের সঙ্গে তাঁকে ভিড়ে থেকেই দীর্ঘক্ষণ এই কাজটি করতে দেখা গেল। হঠাৎ করে বিধায়ক মাথায় ধামা নিয়ে বালি -গুটি বইছেন কেন ?

জানাযায়, পশ্চিম মেদিনীপুর জেলার, ঘাটার বিধানসভার অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ানন্দী গ্রামের জানা পাড়ায় একটি রাস্তার কাজ হচ্ছিল। বিধায়ক তহবিল থেকে ৪৫০ ফুট একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। কাজটি শুরু হয়েছিল হাতে গোনা কয়েকজন শ্রমিক নিয়ে। মাঠে ধান কাটার সময় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছিল না। ফলে গুটি কয়েক শ্রমিক নিয়েই কাজ করতে হচ্ছিল ঠিকাদারকে ।রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নজরে আসে পুরো বিষয়টি। তৎক্ষণাৎ শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় পাগড়ী বেঁধে নেমে পড়েন কাজে। গুটি, বালি, সিমেন্ট থেকে শুরু করে নানান সামগ্রী ধামাই করে বইলেন বিধায়ক। যা দেখে হতবাক একাকার মানুষজন। কিছুক্ষণের জন্য নয় দীর্ঘক্ষণ করলেন এই কাজ।

বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার একটি ৪৫০ ফুট ঢালায় রাস্তার কাজ স্যাংশন হয়েছিলো। এলাকার সাধারণ মানুষদের দীর্ঘদিনের সমস্যা ছিল এই যাতায়াতের রাস্তা। অবশেষে রাস্তার কাজ শুরুর দিন শ্রমিক সঙ্কট। তবে এটিকে স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। বিধায়কের এই কাজে অংশ নেওয়ায় বিধায়কের আন্তরিকতাকেই ধন্যবাদ জানাচ্ছেন।

এই ঘটনা কে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝির দাবি-” বিধায়কের কাজের মেয়াদ শেষ হয়ে এসেছে। এতদিন কোন কিছুই করেননি এখন মেকি প্রচারের জন্য এই কাজ করছিলেন।”

Previous articleSSC AGITATION: “স্কুলে যান, মাইনে পাবেন, কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই,” মেদিনীপুরে চাকরিহারাদের বললেন মুখ্যমন্ত্রী
Next articleAccident: ডেবরায় পথ দূর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি কিশোরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here