Home Medinipur Live Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন! সকাল থেকে মেদিনীপুর শহরের রাস্তায় কেক বিলি...

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন! সকাল থেকে মেদিনীপুর শহরের রাস্তায় কেক বিলি টোটো চালকদের

61
0

মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের রাস্তায় পথচারীদের কেক বিলি করলো টোটো চালকেরা। শহর জুড়ে এই কেক বিলি করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। প্রতিবছরের মতো এই বছরও এই আয়োজন হয়েছে মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকাতে।



পাঁচই জানুয়ারি রবিবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দলীয় সূত্রে এমনটাই খবর কর্মীদের কাছে। তাই আগে থেকেই প্রস্তুত ছিল এই দিনটিকে আলাদাভাবে পালন করার জন্য। কর্মীদের দাবি ৭০ বছর পার করলেন দেশের কোন এক মহিলা মুখ্যমন্ত্রী। এই প্রথম এই ধরনের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাই মেদিনীপুর শহরের রাস্তায় কেক বিলির উদ্যোগ নিয়েছিল টোটো চালকেরা।


শনিবার বিকাল থেকেই শাসকদলের টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। শহরের এলআইসি মোড় এলাকাতে ছোট্ট একটি মঞ্চ করে সেখানে ব্যানার লাগানো হয়েছিল “হ্যাপি বার্থডে দিদি।” এরপরে নীল সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সকাল থেকে কেক অনেক হাজির করা হয়েছিল সেখানে। এরপর সকাল দশটার পর সেই কেক বিলি করা হয় জনবহুল মেদিনীপুর শহরের ওই এলাকাতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকজন প্রতি মুহূর্তে ওই এলাকায় বাস থেকে নামেন। বাস থেকে নামাযাত্রীদের ও পথচারীদের সকলকেই কেক তুলে দিয়েছেন ওই টোটো চালকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনার জন্য সকলের কাছে প্রার্থনা করেছেন তারা।




মেদিনীপুর শহরে কয়েক হাজার টোটো চালক রয়েছে। বৈধ অবৈধ সব মিলিয়ে মেদিনীপুর শহরে কয়েক হাজার টোটো চালকদের নিয়ে নানারকম প্রশ্ন প্রতিমুহূর্তেই ওঠে। সেই টোটো চালকরা এবারে কেক বিক্রি করলেন মেদিনীপুর শহরে রাস্তায়।

YouTube player
Previous articleLalgarh : ১৪ বছর পর প্রথমবার ছিতামণি মুর্মুর গ্রামে ছত্রধর মাহাতো, সংবর্ধনা দিলেন পাল্টে যাওয়া গ্রামের বাসিন্দারা
Next articleAccident : ঘন কুয়াশা! রাস্তা দেখতে না পেয়ে কনটেনারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, প্রাণ হারালো চালক, গুরুতর আহত আরো চারজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here