Home Kharagpur Live Dilip Ghosh : “কর্নাটকে সরকার গঠনের সময় ঢুকতে দেয়নি, আটকা পড়েছিলেন, জে...

Dilip Ghosh : “কর্নাটকে সরকার গঠনের সময় ঢুকতে দেয়নি, আটকা পড়েছিলেন, জে এন এম-র শপথে সাবধানে যাবেন”-মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

101
0

খড়গপুর: সদস্য সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে খড়্গপুরের বোগদাতে চা চক্রে হাজির হয়েছিলেন তিনি। একান্ত সাক্ষাৎকারে বর্তমান বিজেপির উত্থানপথন বিষয়ে কথা বলেছেন। তবে খুব বেশি কথা বলতে চাননি সাবধানী দিলীপ ঘোষ। তবে বিজেপির এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যা চলছে তা যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে তা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেএনএম এর শপথে প্রসঙ্গে কটাক্ষ করেছেন তিনি। কটাক্ষ করলেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক নিয়েও।



মমতা বন্দ্যোপাধ্যায় জেএনএম এর সরকার গঠনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সেদিন বলেছেন-” গতবারে কর্নাটকের সরকার গঠনের সময় তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে আটকা পড়ে বিভিন্ন রকম বিক্ষোভ দেখিয়েছিলেন। এবারেও না গিয়ে আটকা পড়ে যান, সাবধানে যাবেন। নাহলে আমাদের খারাপ লাগবে।”



খড়্গপুর শহরে গত তিনদিন ধরে রয়েছিলেন দিলীপ ঘোষ ৷ কর্মীদের নিয়ে খড়্গপুর মহকুমার বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ অভিযান করেছেন ৷ নির্বাচন পরবর্তী কর্মীদের হতাশা কাটিয়ে স্বাভাবিক করার বিভিন্ন চেষ্টা করেছেন বলে জানান কর্মীরা ৷  এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন- “ এই মুহুর্তে যা পরিস্থিতি, পরপর নির্বাচনে খারাপ ফলে কর্মীরা খানিকটা হতাশ তো হবেই ৷ কিন্তু এটা মেনে নিতেই হবে যে রাজনীতিতে উত্থান পতন থাকবেই ৷ মমতা বন্দোপাধ্যায়ও অনেকবার চড়াই উতরায় পার হয়ে আজ ক্ষমতায় এসেছেন ৷ হতাশ হলে চলবেনা ৷”




বিজেপির রাজ্য সংগঠন নিয়ে দুদিন ধরে নানা মন্তব্য করছেন বিজেপির বিভিন্ন নেতারা ৷ যা নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হয়েছে৷ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন-“ সংগঠনের দায়ীত্বে যিনি থাকবেন তিনি নির্দিষ্ট নিয়মেই দলের কাজ পরিচালনা করবেন ৷ তবে পুরো বিষয়টি দেখছেন জাতীয় নেতারা ৷ তাঁরা এই ধরনের বিষয় বিবেচনা করবেন নিশ্চিত ৷ সামনে সাংগঠনির পরিবর্তন হবে হয়তো ৷ সমস্ত দেখেই এগোতে হবে ৷”

সোমবারই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির একটি বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন-” তৃণমূল আবার শৃঙ্খলা রক্ষা ! এটা যেন গরুর গাড়ির হেডলাইট !এটা শোনার জন্য ও সংবাদ মাধ্যমের খবর করার জন্য ভালো৷ ওদের দলে এসব আবার হয় নাকি ?”

Previous articleMedinipur : “জুন দি-র সাথে ব্যাক্তিগত কোনো বিরোধ নেই আমার”,বললেন জয়ী সুজয় হাজরা
Next articleFire caught : বিয়ে বাড়ির রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন মেদিনীপুরে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here