Home Blog Mamata Banerjee: বালেশ্বর দুর্ঘটনায় ত্রাতা রাজ্য সীমান্তের মেদিনীপুর মেডিক্যাল, সম্মানিত করে ১০০...

Mamata Banerjee: বালেশ্বর দুর্ঘটনায় ত্রাতা রাজ্য সীমান্তের মেদিনীপুর মেডিক্যাল, সম্মানিত করে ১০০ বেডের নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

27
0

 

মেদিনীপুর:কটক
ভূবনেশ্বর ঘুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর
মমতা বন্দোপাধ্যায় ৷ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ সেখানে হাজির হয়েছে
হাসপাতালের মর্গ থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ৷ খোঁজ নেন আহতদের চিকিত্সার ৷
কর্মরত জুনিয়ার ডাক্তারদের শুভেচ্ছা জানিয়ে মাথায় হাত দিয়ে আশির্বাদও করেন তিনি ৷
পরে সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ বালেশ্বর কান্ডে এই জেলা প্রশাসনের সহযোগীতার ভূমিকা
তুলে ধরে সুনাম করেন সকলের ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো
উন্নতিও করার উদ্যোগ জানালেন এদিন ৷

 

এদিন
তিনি বলেন-“পশ্চিম মেদিনীপুর জেলাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে এখানকার ডাক্তার অফিসার গাড়ি
পাঠিয়ে দারুন ভাবে হেল্প করেছে। এখানকার একজন অতিরিক্ত জেলাশাসক চারদিন ওখানে কাজ
করছে আমি দেখছি। অনেক আহতকে ভর্তি করেছিল। ৬১ জন এখনো ভর্তি রয়েছে। যার মধ্যে ১৬
জন বিহারের। যারা মারা গিয়েছেন বুধবার প্রতি পরিবারের একজন করে ডাকা হচ্ছে।
প্রত্যেক মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা
, সিরিয়াস আহতদের
এক লক্ষ টাকা দেওয়া হবে। একটু কম আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে। আরো অল্প হলে
২৫ হাজার দেওয়া হবে। এছাড়া অনেক পরিবার কাজের খোঁজে যাচ্ছিল
, ফিরে এসেছে কাজ করার মত অবস্থা তাদের নেই। ট্রমাতে রয়েছে তারা। তাদের
প্রতি পরিবারকে ১০ হাজার করে দেব। চার মাস পরপর আমরা ২০০০ টাকা করে দেব। এছাড়াও
চাল ডাল সহ খাদ্য সামগ্রী আমরা দেব। মারা যারা গিয়েছে তাদের পরিবারকে একজন করে
স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। যাদের হাত পা নষ্ট হয়ে গিয়ে বা কোন কারনে কাজ
করার ক্ষমতা হারিয়েছে তাদেরও একজন করে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছি

তিনি
আরও বলেন- “এখানকার ডাক্তার নার্সেরা মেদিনীপুর থেকে গিয়ে কাজ
করেছে
তাদের আমি কৃতজ্ঞতা জানাই। সেজন্য আজকে ওদের জন্য
কিছু করে গেলাম যা আগামী দিনে হবে। ১০০ বেডের একটা ক্রিটিকাল ইউনিট এখানে হচ্ছে।
মাদার এন্ড চাইল্ড হবের তিনটি ফ্লোর আছে আরো একটি হচ্ছে। ক্যাথল্যাব ইতিমধ্যেই
হয়েছে। এই হাসপাতালের পাশাপাশি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বহু জেলার
যোগাযোগ রয়েছে
, তাই এই মেডিকেল কলেজ হাসপাতালটার যাতে আরো
একটু উন্নতি হয় তার চেষ্টা করা হচ্ছে। এই হাসপাতালে ক্যান্সার ব্লক হচ্ছে নতুন
করে
”৷

 রাতে মেদিনীপুর শহরে সার্কিট হাউসে রয়ে গিয়েছেন
তিনি ৷ সকালে এখান থেকে রওয়ানা দেবেন কলকাতার উদ্দেশ্যে৷ 

#Baleswar,#trainaccident,#Midnapurtown,#Paschimmedinipur,#Coromondolexpress,#yasbantpurexpress,#trainaccident,#Orissyatrainaccident #MidnapurMedical,#Mamatabanerjee


Previous articleBaleswar accident : “আমি মরে যাইনি,আমাকে জল দিন,বাঁচান”-লাশের সারি থেকে উদ্ধারকারীর পা ধরে কাতর অনুরোধ রবিনের, হতবাক উদ্ধারকারীরা দ্রুত রক্ষা করলেন তাঁকে
Next articleElection2023 : কংগ্রেস ছাড়াই পঞ্চায়েতে পুর্ণতালিকা প্রকাশ বামেদের,কংগ্রেসের জেলা সভাপতির দাবি-“এই আঞ্চলিক দলগুলোই দেশের বিপদ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here