Home Blog maharam :অনুকূল আবহাওয়া, কেশপুরে আখড়ার মঞ্জিল দিতে সুসজ্জিত তাজিয়ার শোভাযাত্রা নজর কাড়লো...

maharam :অনুকূল আবহাওয়া, কেশপুরে আখড়ার মঞ্জিল দিতে সুসজ্জিত তাজিয়ার শোভাযাত্রা নজর কাড়লো সকলের

17
0

 

কেশপুর: মহরমের মঞ্জিল দিতে
শনিবার অনুকূল আবহাওয়া পেয়ে একাধিক শোভাযাত্রা নজর কাটলো মানুষের। সকাল থেকেই
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শহর গুলিতে ছোট ছোট আয়োজন দেখা গেল বিকেলের পর
পশ্চিম মেদিনীপুরের কেশপুর এর পুরনো ছন্দে সুসজ্জিত তাজিয়ার শোভাযাত্রা দিয়ে নজর
কাড়লো। কেশপুরের কাজিবাড় ও কাঁটাগেড়িয়া এলাকার দুটি স্থানে সুসজ্জিত তাজিয়ার
শোভাযাত্রা প্রবেশ করেছিল প্রায় ৩০ টি।

 

 

মহরমের সময় কেশপুরে তাজিয়ার
শোভাযাত্রা সকলের নজর কাড়ে। গত দুবছর তেমনভাবে না দেখা গেলেও এইবার ২০২৩ এর
শোভাযাত্রা ফের পুরনো ছন্দে বের হলো রাস্তায়। তাজমহল থেকে শুরু করে বিভিন্ন
সমাধির আদলে তৈরি রকমারি তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়েছিল কেশপুরের ১১ নম্বর
অঞ্চল এলাকা থেকে। ওই এলাকার ১৩ টি গ্রাম নিয়ে মুসলিম সমাজ সংগঠন। ১৩ টি গ্রামের
১৩ টি বিভিন্ন আদলে তৈরি তাজিয়া রংবেরঙি সাজ নিয়ে সকলের নজর কেড়েছে শনিবার।
ছুতারগেড়িয়া এলাকা থেকে একসঙ্গে ১৩ টি তাজিয়ার শোভাযাত্রা সামিল হয়েছিল
কাঁটাগেড়িয়া এলাকায়।

 

অন্যদিকে অনুরূপ বিভিন্ন তাজিয়ার
সজ্জিত শোভাযাত্রা মঞ্জিল দিতে হাজির হয়েছিল কেশপুরের কাজীবাড় এলাকাতে। দুই
স্থানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই মঞ্জিল পর্বের সুসজ্জিত তাজিয়ার
শোভাযাত্রা দেখতে। যেকোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে কড়া পুলিশি নজরদারি ও তৎপরতা
ছিল সকাল থেকে।

 

মেদিনীপুর শহরে বিভিন্ন আখড়া
কমিটির শোভাযাত্রা হাজির হয়েছিল মেদিনীপুর কলেজ মাঠে। এদিন অন্যান্যদের ভিড়ে
মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান দীর্ঘক্ষণ লাঠি খেলেছেন গোলকুয়া চক এলাকায়
একটি আখড়া কমিটির সামনে। শামিল হয়েছিলেন বিভিন্ন সম্প্রদায়ের
জনপ্রতিনিধিরা।সকাল থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে হয়েছিল পুলিশকে।


Previous articleForest Raid :আনন্দপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল মিল
Next articlemurder: নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধার,খুনের অভিযোগে সন্দেহভাজনের বাড়িত আগুন গ্রামবাসীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here