Home Kharagpur Live Kharagpur: বিজেপি প্রধানের লজে অবৈধ কান্ড! খড়্গপুরে চার মহিলা সহ একজনকে আটক...

Kharagpur: বিজেপি প্রধানের লজে অবৈধ কান্ড! খড়্গপুরে চার মহিলা সহ একজনকে আটক করল পুলিশ

76
0

খড়গপুর : মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের মুখে এই বিধানসভা সংলগ্ন এলাকার এক বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের রেস্টুরেন্ট কাম লজে হানা পুলিশের । অবৈধ কর্মকাণ্ডের হদিস পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে চার মহিলা ও এক পুরুষকে আটক করল খড়গপুর গ্রামীন থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে লজের রেজিস্টার সহ সিসিটিভির বিভিন্ন ফুটেজ।



ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন এলাকার গোপালীতে। ওই এলাকাতে “ডন” নামে রেস্টুরেন্ট কাম লজ একটি রমরমিয়ে চলছিল। থাকা সহ খাওয়া দাওয়ার বিস্তারিত আয়োজন এই আধুনিক মানের রেস্টুরেন্টটিতে ছিল। সেখানেই বেশ কিছু অভিযোগ সম্প্রতি পুলিশের কাছে আসছিল স্থানীয় সূত্রে। সেইমতো পুলিশ প্রস্তুত ছিল।


বুধবার গভীর রাতে নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ওই লজে অতর্কিত অভিযান চালায়। পুলিশ জানতে পারে ওই লজেতে বাইরের মহিলা এনে দেহ ব্যবসা চলছিল। সেইমতো অভিযান চালিয়ে সেই লজ থেকে চারজন মহিলাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে সেই লজের রেজিস্টার এর পাশাপাশি ওই মহিলাদের নানা কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বিভিন্ন তথ্য জানার পর ওই লজের দায়িত্বে থাকা ম্যানেজারকে আটক করেছে পুলিশ। লজে থাকা সিসিটিভির বিভিন্ন ফুটেজ উদ্ধার করে সেখান থেকেও একাধিক অবৈধ কাজ কর্মের হদিস পেয়েছে বলে পুলিশ জানিয়েছে।




পুলিশ সূত্রে জানা গিয়েছে-ওই লজের মালিক বিমল দাস। তিনি গোপালী গ্রাম পঞ্চায়েতের বিজেপি থেকে নির্বাচিত প্রধান। তার লজেতেই ওইরকম মধুচক্র চলত বলে পুলিশ জানিয়েছে। একমাত্র গোপালী অঞ্চলটাই বিজেপির দখলে। আর সেই অঞ্চলের প্রধান এই ধরনের মধুচক্রের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পারে। সেইমতো অভিযান চালিয়ে চার মহিলা ও লজের ম্যানেজার সহ তথ্য তুলে আনে পুলিশ। তবে ঘটনার পরেই ফেরার ওই লজের মালিক বিমল দাস তথা স্থানীয় অঞ্চল প্রধান।

এই প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি তথা খড়গপুর এলাকার বিজেপি নেতা তপন ভুঁইয়া জানান-” বিজেপির একটাই মাত্র অঞ্চল রয়েছে। সেই গোপালী অঞ্চলটাকে দখল করার জন্য তৃণমূল বিভিন্ন কৌশল করছিল। বিভিন্ন রকম ভয় দেখানো হচ্ছিল। এটা তারই একটা অঙ্গ। তবে আমাদের অঞ্চল প্রধান বিমল দাস নিজে সেই লজ চালাচ্ছিলেন নাকি কাউকে দিয়ে চালাতেন সেটা জানিনা। তবে এটা পুরোপুরি নিশ্চিত তৃণমূলের অঙ্গুলি হেলনে হচ্ছে।”

ভোটের মুখে পুলিশের অভিযানে বিজেপি প্রধানের লজ থেকে মধুচক্রের হদিস নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বিজেপির মধ্যে। যদিও মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে অনেকটাই দূরে ওই এলাকা। তাহলেও শাসক দল তৃণমূলের কাছে এটা একটা হাতিয়ার হল ভোটের আগে।

Previous articleSchool : লাইব্রেরি থেকে ২৬ বস্তা বই চুরি, আটক বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র !
Next articleSuvendu Adhikari : “ভোটের দিন তিনস্থানে আমার লোক জমায়েত থাকবে”, তৃণমূল ও পুলিশকে বড়ো হুশিয়ারী শুভেন্দু অধিকারী-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here