Home Medinipur Live Midnapore: মারাই গেলেন কেরানীচটি এলাকার অগ্নিদগ্ধ যুবক, রাতে দেহ ফিরতেই কান্নার রোল

Midnapore: মারাই গেলেন কেরানীচটি এলাকার অগ্নিদগ্ধ যুবক, রাতে দেহ ফিরতেই কান্নার রোল

21
0

মেদিনীপুর: অবশেষে মারাই গেলেন কেরানীচটি এলাকার সেই অগ্নিদগ্ধ যুবক, শোকের পরিবেশে কলকাতা থেকে দেহ ফিরল বুধবার রাত দশটার পরে কেরানীচটি এলাকাতে ৷ কান্নার রোল শুরু হয়ে গেল কেরানীচটিতে (Midnapore) দেহ ফিরতেই ৷ সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন জনপ্রতিনিধিরা ৷ তবে এই কান্ডের প্রধান অভিযুক্ত দুই যুবক গ্রেফতার হয়ে আপাতত জেল হেপাজতে ৷

উল্লেখ করা যায়, গত ২৪ মে দুপুরে মেদিনীপুর শহরের পাশে কেরানীচটি এলাকাতে স্থানীয় যুবক সুরজিত সাউ এর গায়ে হঠাত করে পেছন থেকে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হয়ে গিয়েছিলেন যুবক৷ নিজেই আর্তনাদ করতে করতে নিজের পরনের পোষার প্রকাশ্যে খুলে ফেলে উলঙ্গ হয়ে বাঁচার চেষ্টা করেছিলেন ৷ পরে প্রতিবেশীরা বুঝতে দ্রুত তাঁকে ঢেকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করেছিলেন ৷ সেখানে ভর্তি করার পরে চিকিত্সকেরা বুঝে গিয়েছিলেন যুবক দ্রুত সব খুলে ফেললেও্র পেট্রলের আগুনে সে অনেকটাই দগ্ধ হয়ে গিয়েছে ৷তাঁকে দ্রুত কলকাতায় রেফার করা হয়েছিল৷ অন্যদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে ৷ পুলিশ তদন্ত শুরু করে ৷ পাশপাশি কলকাতায় দগ্ধ সুরজিত এর চিকিত্সা শুরু হয় ৷ কিন্তু সব চেষ্টা ব্যার্থ হয় চিকিত্সকদের ৷ সেখানে অবশেষে বুধবার সকালে মারা যায় ৷

সুরজিত সাউ একজন স্থানীয় লটারি ব্যাবসায়ী৷সুরজিতের পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে শহরের ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় । স্থানীয়দের মধ্যস্থতায় ইঁদকুড়ির সেই ব্যাবসায়ী সরেও গিয়েছিল ৷সেই ঘটনার পরেই রাগের বসে ২৪ মে দুপুরে  লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় অভিযুক্ত দুজন।  পরে পুলিশ তাদের গ্রেফতার করেছিল ৷

Previous articleSalboni accident: নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক
Next articleMedinipur: মেদিনীপুরে তৃণমূলের কার্যালয়ের অবৈধ নির্মান, ভেঙে তছনছ সকাল থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here