Home Ghatal Live Lorry hijack: জাতীয় সড়ক থেকে লরি হাইজ্যাক করে পালাচ্ছিল, রাতেই জাল বিছিয়ে...

Lorry hijack: জাতীয় সড়ক থেকে লরি হাইজ্যাক করে পালাচ্ছিল, রাতেই জাল বিছিয়ে ধরল পুলিশ দাসপুরে

87
0

দাসপুর : পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকাতে জাতীয় সড়কে লরি দাঁড় করিয়ে সেইমাত্র নেমেছিলেন চালক ৷ গাড়ি থেকে নেমে আড়ামোড়া দেওয়ার আর সুযোগ দেয় নি ৷ পেছনে ঘুরে দেখেন তার লরিকে কেউ দ্রুত নিয়ে পালাচ্ছে ৷ পেছনে ছুটেও লাভ হয় নি ৷ দ্রুত  পুলিশকে জানালে পুলিশ যে পদক্ষেপ নিল তাকে ফিল্মেই দেখা গিয়েছে সচরাচর ৷ দাসপুরের রাস্তায় আগে থেকে ব্যারিকেড করে রেখে লরিকে আটকাতেই লরি ঘুরিয়ে পালানোর চেষ্টা দুষ্কৃতির৷ পাশ দিয়ে পালাতে গিয়ে দেওয়ালে ধাক্কা লরি চালকের ৷ তারপরেও লরি থেকে নেমে পালাতে গিয়ে পুলিশের পাঁজাকোলাতে চোর ৷



রবিবার রাত প্রায় ৯টা৷ হঠাৎই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া ও ঘাটাল মেদিনীপুর সড়কের মিলন স্থল দাসপুরের বকুলতলা এলাকা পুলিশের ঘেরাটোপে। ব্যারিকেড দিয়ে সব দিকে যাবার রাস্তা ঘেরা। তখন রাস্তায় পাঁশকুড়ার দিকে তাক করে সশস্ত্র পুলিল বাহিনী। কৌতুহলী বাসিন্দারাও বুঝে উঠতে পারেনি কি ঘটতে চলেছে ৷ তবে পুলিশ সকলকেই সরিয়ে দিয়েছিল ৷ কিছু বুঝে ওঠার আগেই এক মাল বোঝাই লরি তীব্র গতিতে এলো৷ পুলিশের ব্যারিকেড ভেঙে লরি গিয়ে ধাক্কা দিল রাস্তার পাশের কংক্রিটের দেওয়ালে। তারপরেই লরি থেকে লরির চালক পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। আটক করা হয়েছে ওই লরি।


ঘটনায় হতাহতের খবর নেই। তবে কেন এই লরিকে এমন ফিল্মি কায়দায় ধরা হল,দাসপুর থানায় আটক হল চালক? পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে, ওই লরিটিতে  মূল্যবান লোহার আকরিক ছিল ৷ ডেবরা এলাকা থেকে ওই লরিকে হাইজ্যাক করা হয় বলে পুলিশের কাছে খবর ছিল। পরে ওই লরির সন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে লরি মেচগ্রাম হয়ে এই ঘাটাল পাঁশকুড়া সড়কে ধরে পালাচ্ছে।তখনই পুলিশ জাল বিছিয়ে দেয় আগে থেকে রাস্তায় ৷



ওই রাস্তার দাসপুরের বকুলতলা থেকে মেদিনীপুরের দিকে যাবার পথেই দাসপুর পুলিশের ব্যারিকেড তৈরী করা হয় ৷ পুলিশ কর্মীদের তৎপরতায় লরিটিকে ধরা যায়৷  আটক করা যায় লরির চালককে।তাকে জেরা শুরু করেছে দাসপুর থানার পুলিশ৷ কয়েক সপ্তাহ আগেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একটি ডাকাতের দলকে গ্রেফতার করেছিল ৷ যারা একটি বিশেষ লরিকে হাইজ্যাক করার পরিকল্পনাও করেছিল ৷ পুলিশ তাদের গ্রেফতার করে সেই ছক ভেস্তে দিয়েছিল ৷ তারপরেও ফের লরি হাইজ্যাক করার ঘটনা ৷ তবে এবারের লরিটি একেবারে নতুন ও আকরিক লোহাতে ভর্তি ছিল ৷

Previous articlePotato : “আমাদের আলু নিম্নমানের, বাইরে যেতে দিতে হবে, না হলে সব বন্ধ করে দেব” হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের
Next articleDilip Ghosh: দিলীপ ঘোষের সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি প্রধানের বাধা, দিলীপ ঘোষকে নিয়ে অসন্তোষ খড়্গপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here