Home Kharagpur Live Mohonpur Bridge: ভর সন্ধ্যায় মোহনপুর ব্রিজের মাঝে বিকল লরি, কয়েক কিলোমিটার যানজট...

Mohonpur Bridge: ভর সন্ধ্যায় মোহনপুর ব্রিজের মাঝে বিকল লরি, কয়েক কিলোমিটার যানজট জাতীয় সড়কে

129
0

খড়গপুর: শীতের সন্ধ্যায় হঠাৎ করে মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রিজের ওপর বড় একটি লরি বিকল হয়ে যায়। এগোতে বা পিছাতে না পেরে সেখানেই দাঁড়িয়ে পড়ে লরিটি। ফলে মুহূর্তের মধ্যে মোহনপুর ব্রিজে যানজট তৈরি হয়ে যায়। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রায় আড়াই কিলোমিটার লম্বা দীর্ঘ বিভিন্ন গাড়ির লাইন পড়ে যায় জাতীয় সড়কের ওপর।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি মোহনপুর ব্রিজের ওপর দিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিল শালবনির দিকে। কোন কারণে সেই লরিটি ব্রিজের মাঝখানে বিকল হয়ে যায়। লরিটি দাঁড়িয়ে পড়ার স্থানে এমন জটিল পরিস্থিতি তৈরি হয় অন্যান্য গাড়ি আটকে তাতে দুই প্রান্তের গাড়ি আর ব্রিজ পার হতে পারেনি। বিষয়টি জানতে পেরে মুহূর্তে তৎপর হয়ে যায় ট্রাফিক পুলিশ। খবর দেওয়া হয় গাড়ি সরানোর জন্য ব্রেক ডাউন ভ্যানকে। তবে ততক্ষণে বিভিন্ন রকমের যানজট ওই মোহনপুর ব্রিজের দুই প্রান্তে।



প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, মোহনপুর ব্রিজের খড়গপুরের দিকে ব্রিজ থেকে প্রায় ৫০০ মিটার লম্বা লাইন পড়ে যায় লরি বাস সহ বিভিন্ন ছোট-বড় গাড়ির। পাশের অনিকেট জলাধারের দিকের রাস্তাতেও দীর্ঘ লাইন পড়ে যায় বিভিন্ন গাড়ির।



অন্যদিকে ব্রিজের উল্টোপান্তে ব্রিজ থেকে হোসনাবাদ এর চক পর্যন্ত লম্বা লাইন পড়ে যায় বিভিন্ন গাড়ির। একইভাবে ব্রিজ থেকে বেঁকে যে রাস্তাটি মেদিনীপুর শহরের দিকে প্রবেশ করেছে সেই রাস্তাতেও লম্বা লাইন তৈরি হয়ে যায়। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন শুরু করে ট্রাফিক পুলিশ। শেষমেষ অনেক চেষ্টা করে ব্রেকডাউন ভ্যান পৌঁছানোর আগেই লরিটিকে সরাতে সক্ষম হতেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পর। তবে শীতের সন্ধ্যার পরে এই দীর্ঘ লাইনে আটকে থেকে অনেকেই নাজেহাল হয়েছেন বড় ছোট গাড়ি ছাড়াও বাইকের যাত্রীরা। তবে ট্রাফিকের তৎপরতায় অনেকটা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এতে কয়েক মুহূর্তেই মোহনপুর ব্রিজের গুরুত্ব বিভিন্ন যাত্রীদের কাছে বুঝিয়ে দিয়েছে এদিনের যানজট।

Previous articlePushpa : “পুষ্পা” সিনেমার কায়দাতে মেদিনীপুরে দিনের বেলা জঙ্গল কেটে ফাঁকা,পুষ্পা-র কায়দাতে হাজির বনদফতরও
Next articleChandrakona : বেহাল সেতু থেকে দুর্ঘটনা, সেতু ভেঙে আগুন লাগিয়ে দিলেন গ্রামবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here