Home Medinipur Live Medinipurlive: মেদিনীপুরের রাস্তায় চলবে লোকাল ট্রেন ! বিশাল আয়োজন

Medinipurlive: মেদিনীপুরের রাস্তায় চলবে লোকাল ট্রেন ! বিশাল আয়োজন

102
0

মেদিনীপুর লাইভ: শুক্রবার সন্ধ্যার পর মেদিনীপুরের রাস্তায় এনাউন্সমেন্ট সহযোগে চলবে লোকাল ট্রেনের একটি বগি! চাঞ্চল্যকর প্রস্তুতি মেদিনীপুর শহরে। সঙ্গে থাকছে কুড়িটির বেশি বিভিন্ন রকমের আলোর সুসজ্জায় ভরা গাড়ি। ওড়িশা দিল্লী বোম্বে কলকাতা থেকে এসেছে ভিন্ন ভিন্ন মিউজিসিয়ানদের টিম । রকমারি শোভাযাত্রা আজ শুক্রবার সন্ধ্যায় দেখা যাবে মেদিনীপুর শহরের রাস্তায়।-বিষয়টি মেদিনীপুর শহরের খান পরিবারের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। তাতে এবার একাধিক নতুন ধরনের আকর্ষণ থাকছে।



পরিবারের পক্ষ থেকে হিমাদ্রি খান জানিয়েছেন-” অন্যান্য বারের মতো এবারও এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হবে। আয়োজনে এবারও বিভিন্ন আকর্ষণের জিনিস করা হয়েছে।” কি রয়েছে এই আকর্ষণের প্রস্তুতিতে? শুক্রবার সকালে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরচকংলগ্ন এলাকার খান পরিবারের বাড়ির সামনে দেখা গিয়েছে-বিশাল ব্রেক ডাউন ভ্যান থেকে ভারী ভারী অত্যাধুনিক আলো ঝুলিয়ে সাজানোর কাজ চলছে। প্রতিমার চারদিকে অত্যাধুনিক আলো দিয়ে সাজানো চলছে। প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী সেখানে কাজ করছেন কয়েক দিন ধরেই।


কিছুটা দূরেই আরো দুটি স্থানে শোভাযাত্রার বাকি গাড়িগুলি সাজানোর কাজ চলছে। প্রায় এক সপ্তাহ আগে থেকে চন্দননগরের আলোর সাজসজ্জা নিয়ে সেখানকার কর্মীর হাজির হয়ে গিয়েছেন। চন্দননগরের বিশেষ আলোক সজ্জায় ৯ টি গাড়ি কে সাজানো হয়েছে। আলোকসজ্জাতে দেখানো হবে মরণ কুয়া, নানা রকম আলোকসজ্জিত গেট।



অত্যাধুনিক ডিজে লাইটের রকমারি ফোয়ারা দেওয়া সজ্জা । ডিজে লাইটের গাড়িই থাকবে কমপক্ষে সাতখানা। শুক্রবার সকাল থেকে তাদের চরম ব্যস্ততা দেখা গিয়েছে সেই সমস্ত গাড়ি সাজানোর জন্য। প্রতিটি গাড়িতে থাকছে ভারী ভারী জেনারেটর। শোভাযাত্রা তে অংশ নেবে ওড়িশা দিল্লি বোম্বে কলকাতা থেকে আগত বিভিন্ন রকমের ব্যান্ড পার্টি। তারা এক একটি গাড়িতে নিজেদের ব্যান্ড বাজাবেন। তার পরেও রয়েছে কৃষ্ণনগরের ধনুচি নাচ। এক কথায় বিভিন্ন রকম উপভোগ্য বস্তু নিয়ে এই পুরো শোভাযাত্রাকে সাজানো হচ্ছে এবারও।

YouTube player

সবার সামনেই থাকবে, লোকাল ট্রেনের একটি বগি। যেখান থেকে ট্রেনের ঘোষণার আওয়াজ শোনা যাবে প্রতিটি চক বা মোড়ে এলেই। দেখলে মনে হবে সত্যিই লোকাল ট্রেনের কোন একটি বগি। কিন্তু আসলে সেটি একটি বড় টেম্পুকে বগীর মত দেখতে কাঠামো দিয়ে সাজানো। প্রতিবারের মতো এবারও বিশাল সুদৃশ্য শোভাযাত্রা বের হচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই। খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে-শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকেই এই শোভাযাত্রা বের হবে মেদিনীপুর শহরের রাস্তায়। শহরের রিং রোড পরিক্রমা করে পুনরায় প্রবেশ করবে খান পরিবারের বাড়ির সামনে। সবশেষে বাড়ির পেছনে থাকা পুরনো পুকুরে প্রতিমা নিরঞ্জন হবে।

Previous articleKharagpur IIT :৫ দিনে খড়গপুর আই আই টির এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে মোটা টাকা বেতনের চাকরি, বেতন শুনলে চোখ কপালে উঠবে!
Next articleBus accident : যাত্রীবাহী বাসের কাঁচ ভেঙে ঢুকে গেল বিদ্যুৎ দপ্তরের গাড়িতে থাকা বাঁশের সিঁড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here