Home Ghatal Live Daspur : দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের।

Daspur : দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের।

86
0

দাসপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবারের মধ্যে শক্ত হাড় জাতীয় জিনিস। সেটি উদ্ধার হওয়ার আগেই খাবার খেয়ে ফেলেছিল অনেকেই। এরপরেই সন্দেহজনক জিনিস দেখে উত্তেজনা তৈরি হয় গ্রামের মধ্যে। অনেকের এটা বিশ্বাস এটা টিকটিকি-র দেহের অংশ হবে। রাঁধুনীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনার ছড়ালো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পঞ্চায়েতের পক্ষ থেকে ডাকা হল সুপারভাইজার সহ আধিকারিকদের।


 ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের  বৈকুন্ঠপুর ৯৪ নম্বর অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ সকালে শিশুদের খাবার দেওয়া হয়েছিল আর সেই খাবারে পাওয়া গেছে টিকটিকির মতো আকৃতির একটি হাড়, সেটি অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে দেখাতে এলে সেটি তুলে ফেলে দেয় দিদি মনি, তবে কিছুটা অবশিষ্ট হাড় খাবারেই রয়ে যায়‌ তারপরেই শুরু হয় তুমুল গন্ডগোল।  শিশুদের পরিবারের লোকজনেরা বিক্ষোভ দেখাতে থাকেন দিদিমণিদেরকে ঘিরে।


ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়, খাবার খাওয়া শিশুদেরকে নিয়ে যাওয়া হয় দাসপুর গ্রামীণ হাসপাতালে। বিক্ষোভকারীরা জানাচ্ছেন-” রাধুনীরা প্রায়শই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করেন না। যেকারণে বিভিন্ন রকম জিনিসপত্র খাবারে প্রায়শই দেখা যায়। বারবার বলার পরেও তারা এ বিষয়ে গুরুত্ব দেয়নি। আমরা যা দেখেছি সেটা টিকটিকির শরীরের অংশ বলেই মনে হয়।”



স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্ভু কর্মকার বলেন-” সন্দেহজনক হাড়ের অংশ দেখে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা বিষয়টি দেখে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার সহ আধিকারিকদের জানিয়েছি। তারা পুরো বিষয়টি দেখছেন।”

#icds centre, #sishusikkha kendra, #Ghatal, #Daspur, #Medinipur, #Midnapore, #villagers,#Medinipurlive,

 

Previous articleGhatal: বালি চুরির সময় একাধিক টলি আটক পুলিশের, রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভকারীরা বলল পুলিশের বাড়িতে চুরি করব এবার
Next articleSanta: দুই শিক্ষকের মজার কান্ড বড়দিনের রাতে! শান্তা সেজে কি করলেন মেদিনীপুরে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here