Home Medinipur Live Medinipur hospital: মেদিনীপুর মেডিকেলের স্যালাইন কান্ডে বাম যুবদের বিক্ষোভ কেশপুর বাজারে

Medinipur hospital: মেদিনীপুর মেডিকেলের স্যালাইন কান্ডে বাম যুবদের বিক্ষোভ কেশপুর বাজারে

63
0

Keshpur: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন ও চিকিৎসা বিভ্রাট কাণ্ডে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদ কেশপুর বাজারে হল বুধবার বিকেলে। কারণ এই কাণ্ডে কেশপুরের দুজন মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একজন মারা গিয়েছেন, অপরজন অসুস্থ। তাই সেই কান্ডের প্রতিবাদ মেদিনীপুর থেকে কেশপুরে নিয়ে গিয়ে বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো বুধবার বিকেলে। রাজ্যের বেহাল অবস্থার প্রতিবাদ করে সরব হলেন সকলে।

সিপিআইএম নেতা তাপস সিনহার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল কেশপুরের জামশেদ ভবন থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে। সংগঠনের শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেছিলেন। কেশপুর বাজার পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। সামনে ব্যানারে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জাল স্যালাইন কাণ্ডে রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদ স্লোগান লেখা হয়েছিল।

নেতৃত্বে থাকা তাপস সিনহা বলেন- ” মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাতিল হয়ে যাওয়া জাল স্যালাইন সরবরাহ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এটা চরম অপরাধ। এই কাণ্ডে কেশপুরের দুই প্রসূতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একজন মারা গিয়েছেন। তাই কেশপুরের মানুষ এটা নিয়ে প্রতিবাদ করুক আমরা এটা চাই। তাই কেশপুরের লোকজনদের নিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু কেশপুর নয় সারা রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। চরম বেহাল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।”

এই কান্ডে বুধবার মেদিনীপুর শহরেও সন্ধার সময়ে গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল বামপন্থীদের পক্ষ থেকে ৷সেখানেও মেদিনীপুর হাসপাতালের কান্ড ইস্যু তুলে ধরে বামপন্থীরা প্রতিবাদ করেছেন ৷

#medicaleducation #protestas #medicalart #protesting #medicalstudy #medicalbillingandcoding #youcanprotestwithoutothers #medicaltravelservice  #doctorslife #premedstudent #pharmacylife #رادیولوژی #breonnataylor

Previous articleRoad accident: পথদু্র্ঘটনাতে শীর্ষ তালিকায় পশ্চিম মেদিনীপুর, মানুষ বাঁচাতে বাড়লো তত্পরতা
Next articleFishery :কেশপুরের কৃষকদের বিকল্প চাষ, মাছের চারা দিল মৎস্য দপ্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here