Home Blog Lalgarh: কাগজে জটিলতায় সংশোধনাগারেই আটকে রইলেন অনুজ পান্ডে,নেতাই গণহত্যাকান্ডে সাড়ে আট বছর...

Lalgarh: কাগজে জটিলতায় সংশোধনাগারেই আটকে রইলেন অনুজ পান্ডে,নেতাই গণহত্যাকান্ডে সাড়ে আট বছর পর সংশোধানাগার থেকে বের হলেন ডালিম পান্ডে, তপন দে,

39
0

 

মেদিনীপুর: সাড়ে আট বছর পর
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেলেন নেতাই কাণ্ডে প্রধান অভিযোগের
তালিকায় থাকা ডালিম পান্ডে ও তপন দে। স্বাগত জানাতে বাম যুবক কর্মীরা উপস্থিত
হয়েছিলেন সংশোধনাগার চত্বরে। জেল থেকে বার হতেই গলায় মালা দিয়ে স্লোগান দিতে
দিতে তাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইন পর্যন্ত। জেল থেকে বেরিয়েই তারা
“মাটি পুনরুদ্ধারের” বার্তা দিয়ে বেরিয়ে গেলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে।

২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের
নেতাই গ্রামে গণহত্যার ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল স্থানীয় রথীন দণ্ড পাটের বাড়ি
থেকে সিপিআইএমের আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা গ্রামবাসীদের উদ্দেশ্যে এলোপাথাড়ি
গুলি চালিয়েছিল। তাতে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়েছিল ।আহত হয়েছিলেন ২৮ জন
গ্রামবাসী।
সেই কান্ডের নেপথ্যে স্থানীয় সিপিআইএমের নেতাদের নাম জড়িয়েছিল ৷

এই ঘটনায় রথীন দণ্ডপাঠ সহ
স্থানীয় সিপিআইএমের দুর্দান্ডপ্রতাপ নেতা অনুজ পান্ডে ডালিম পান্ডে তপন দে
ফুল্লরা মন্ডল সহ মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সকলেই বেশিরভাগ
ফেরার হয়ে গিয়েছিলেন। তার মধ্যে সাড়ে আট বছর আগে তপন দে অনুজ পান্ডে ডালিম
পান্ডে
সহ
৫ জনকে তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ হায়দ্রাবাদ থেকে গ্রেফতার
করেছিলেন। এই কাণ্ডে মোট ১৯ জন গ্রেফতার হয়েছিলেন। তাদের মধ্যে বৃহস্পতিবারের ২
জন সহ মোট ৯ জন জামিনে মুক্তি পেলেন। কাগুজে জটিলতায় জামিন পেয়েও জেলে আটকে
রইলেন অনুজ পান্ডে ।

জেল থেকে বেরিয়ে যাওয়ার সময়
ফের লড়াই করে মাটি উদ্ধারের বার্তা দিয়ে গেলেন ডালিম পান্ডে তপন দে এরা ৷



Previous articleMedinipur Live: মেদিনীপুরের রাস্তায় ছড়িয়ে বহু সিরাপের খালি বোতল, মাদ-গাঁজা-র পরে যুবরা মেতে কফ সিরাপের নেশাতে,
Next articleFire in Jangal:শালবনির জঙ্গলে ভয়ঙ্কর আগুন,সামাল দিতে হিমশিম দমকলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here