Home Blog kurmi : ১২ ঘন্টার কুড়মী বনধ-এ বন্ধ করা হলো একের পর...

kurmi : ১২ ঘন্টার কুড়মী বনধ-এ বন্ধ করা হলো একের পর এক স্থান, রাজ্য সড়ক জাতীয় সড়কের পর খুলে রাখা স্কুল থেকে বের করে দেওয়া হলো ছাত্র-ছাত্রীদের

25
0

 

মেদিনীপুর: নিজেদের এসটি
সম্প্রদায় ভুক্ত করনের দাবিতে কুড়মীদের পক্ষ থেকে জঙ্গলমহল জুড়ে ১২ ঘণ্টার বনধ
শুরু হয়েছে। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড
থেকে বের হয়নি জঙ্গলমহল রোডের কোন বেসরকারি বাস। বেলা বাড়তি শালবনিতে বন্ধ করা
হলো দোকান বাজার
, ৬ নাম্বার জাতীয় সড়ক। চাঁদরাতে জোর করে
বন্ধ করা হলো খুলে দেওয়া উচ্চ বিদ্যালয়। বন্ধ হল কেশিয়াড়ি সহ বিভিন্ন এলাকার
রাজ্য সড়ক ও দোকান বাজার।

১২ ঘণ্টার কুড়র্মীদের ডাকা বনধ
সর্বাত্মক করতে সকাল থেকেই আক্রমণাত্মক চেহারায় ছিল এই সম্প্রদায়ের নেতৃত্বরা।
কেশিয়াড়ি এলাকার হাতিগাড়িয়া তে জোর করে বন্ধ করে দেওয়া হয় রাজ্য সড়ক।
শালবনীতে জিন্দাল কারখানার সামনে অবরোধ বিক্ষোভ করে দেয় তারা। বন্ধ হয়ে যায়
কারখানার স্বাভাবিক কাজকর্ম।
 

সালবনির দক্ষিণশোল এলাকায় ৬
নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেয় বেলা বারোটার পর। দীর্ঘ যানজট পরিস্থিতি শুরু
হয়ে যায় সেই স্থানে।

মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও
চিলগোড়া এলাকায় একের পর এক দোকান বাজার খুলে রাখা হলেও জোর করে বন্ধ করে দেয়
বনধ সমর্থকরা। চাঁদড়া উচ্চ বিদ্যালয় শুরু হওয়ার মুখে হাজির হয়ে যায় বনধ
সমর্থকরা। বিদ্যালয় বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের নিজেরা
দাঁড়িয়ে থেকে বাড়ি যেতে বাধ্য করে।

মেদিনীপুর সেন্ট্রাল বাস
স্ট্যান্ড থেকে জঙ্গলমহলের রুটে যাওয়া বেশিরভাগ বেসরকারি বাস বের হয়নি।। দিনভর
হয়রান হন ওই রুটের যাত্রীরা।


Previous articlecut money: “স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা সরকারি ভর্তুকি পেয়েছে ২৮ হাজার টাকা,নেতাকে তোলা দিতে হল ১৫ হাজার”- জেলা শাসকের কাছে নালিশ মহিলার
Next articlethunder storm: সদ্য পাকা ধান কেটে জমিতে রাখা হয়েছিল,বুধবার বিকেলে তার ওপরে হঠাত্ বজ্রপাত, শেষ সবটাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here