Home Bengal Live Snake recovery : সাপ ধরতে এসে কেউটের ছোবল সাপুড়েকে ! দ্রুত ভর্তি...

Snake recovery : সাপ ধরতে এসে কেউটের ছোবল সাপুড়েকে ! দ্রুত ভর্তি করা হলো হাসপাতালে

106
0

ক্যানিং: সাপ ধরতে এসে অসাবধানতা বশত বিষধর কেউটের ছোবল খেলেন উদ্ধারকারী। অসুস্থ হতে শুরু করলে, সেই সাপ সহ অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন তিনি সেখানে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের পরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানার অন্তর্গত জামতলা এলাকায়। অসুস্থ ব্যক্তির নাম রত্নাকর মন্ডল। হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে তার সেখানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রত্নাকর মন্ডল বিভিন্ন রকম সাপ ধরার ক্ষেত্রে সিদ্ধহস্ত। এলাকাতে কোথাও কোনো রকম সাপ এর উপদ্রব বা সাপ বের হলে  সকলেই এক ডাকে খবর দিতেন রত্নাকরকে। বুধবারও একই কান্ড ঘটেছিল। বুধবার দুপুরে , জামতলা এলাকায় একটি দোকানে সাপ ঢুকে পড়েছিল। বড় একটি কেউটে সাপ ছিল সেটি।খবর পেয়ে সেখানে হাজির হয়েছিলেন রত্নাকর৷ নিজের কৌশলে সেই সাপটিকে দোকান থেকে ধরে ফেলেছিলেন রত্নাকর। তাকে ধরে বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছিলেন তিনি। সাপটি বস্তার মধ্যে প্রায় ঢুকেও পড়েছিল। তখনই কোন কারনে অসাবধানতা বসত ফণা‌ বের করে রত্নাকরের হাতে ছোবল মেরে দেয় সাপটি। তাতেও কোনভাবে সাপটিকে বস্তার মধ্যে ভরে ফেলেন তিনি।

ঘটনার পর অসুস্থ হতে শুরু করেন তিনি। পরিবারের সদস্যরা জ্যান্ত সাপটিকে বস্তা বন্দী করে অসুস্থ রত্নাকরকে নিয়ে সাপ সহ সোজা হাজির হয়ে যায় হাসপাতালে। প্রথমে তাকে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন। পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাহলেও এই ঘটনায় চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়।

Previous articleDurgapujo : পুজোর চার দিনে পশ্চিম মেদিনীপুরে মদ বিক্রি থেকেই রাজস্ব আদায় তিন কোটির বেশি
Next articleLakshmipuja : শেষ মুহূর্তে পুরোহিত অসুস্থ! মন্ত্র উচ্চারণ করে আড়াইঘন্টা ধরে পুজো করলেন ভারতী ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here