Home Kharagpur Live Kharagpur IIT : খড়গপুর আইআইটির ছাত্রকে ২ কোটি ১৪ লক্ষ বেতনে চাকরির...

Kharagpur IIT : খড়গপুর আইআইটির ছাত্রকে ২ কোটি ১৪ লক্ষ বেতনে চাকরির অফার, ৯ জন পাচ্ছেন ১ কোটি টাকা বেতনের চাকরি!

91
0

খড়গপুর: খড়গপুর আইআইটি-তে ২০২৪-২৫ বর্ষের ক্যাম্পাসিং শুরু হয়েছে ১ ডিসেম্বর রবিবার থেকে। যেখানে বিশ্বের নামিদামি কোম্পানিগুলি মেধাবী ছাত্রছাত্রীদের নিজেদের কোম্পানিতে নিতে চাকরির অফার দেওয়ার জন্য হাজির হয়েছে। দুদিনেই খড়গপুর আইআইটির ৮০০ জন ছাত্রছাত্রীকে চাকরির অফার দিল কোম্পানিগুলি। যার মধ্যে ১৩ জনকে বিদেশে চাকরির অফার। ৯ জন ১ কোটি টাকা স্যালারির চাকরির অফার পেয়েছেন। আরো একজন ২ কোটির বেশি টাকার বেতনের চাকরির অফার পেয়েছেন। চমক খড়গপুর আইআইটি-তে। প্রথম পর্বেই এই অফার হলে আগামী দিনে আরও বাড়বে বলে দাবি Kharagpur IIT-র ৷



খড়গপুর আইআইটির পড়ুয়া ছাত্রছাত্রীরা দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকার মধ্যেই পড়ে। এই মেধাবী ছাত্র-ছাত্রীরা খড়গপুর আই আই টি-তে পড়াশোনা করার সময়েই বিভিন্ন ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন। ২০২৪-২৫ বর্ষের প্রথম পর্বের ক্যাম্পাসিং শুরু হয়েছে রবিবার থেকে। যেখানে ২০২৪-২৫ বর্ষের স্নাতক ছাত্রছাত্রীরা আই আই টির নালন্দা কমপ্লেক্সে আয়োজিত ক্যাম্পাসিং পর্বে অংশগ্রহণ করেছেন। রবিবার ও সোমবার দুদিন ধরে এই ছাত্র-ছাত্রীদের ৮০০ জনকে দেশ বিদেশের নামিদামি কোম্পানি এসে চাকরির অফার দিয়েছেন ওই কমপ্লেক্সে। তাও মোটা টাকায় চাকরি, বেশিরভাগ আবার বিদেশে চাকরির জন্য অফার পেয়েছেন।



খড়গপুর আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে-দেশ-বিদেশের যে সমস্ত কোম্পানিগুলি এই ক্যাম্পাসিং এর জন্য খড়গপুর আইআইটিতে হাজির হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো Apple, ক্যাপিটাল ওয়ান, ডি ই সউ, গ্লিন, গুগল, গ্র্যাভিটন microsoft ,quant box, ডেটাব্রিক্স সাম সারা, qualcom, American express, Flipkart , Meesho, MasterCard প্রভৃতি। আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সফটওয়্যার ,এনালিটিক্স, ফিনান্স ,ব্যাংকিং ,কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাগের লোক নেওয়ার জন্যই কোম্পানিগুলি এসেছে।



এই সমস্ত বিভাগে চাকরির অফার দেওয়া হয়েছে প্রায় ৮০০ জনকে, এদের মধ্যে ১৩ জন বিদেশে চাকরির অফার পেয়েছেন। ৯ জন ছাত্রছাত্রী এক কোটি টাকা প্যাকেজের স্যালারিতে চাকরির অফার পেয়েছেন। সব থেকে বেশি স্যালারি ২ কোটি ১৪ লক্ষ টাকা প্যাকেজের চাকরির অফার পেয়েছেন আরও এক ছাত্র। যা রীতিমতো চমকে দিয়েছে। আইআইটির দাবি-দু’দিনের প্লেসমেন্ট পর্বেতেই এই বিশাল চাকরির সুযোগ খড়গপুর আইআইটির ছাত্র-ছাত্রীদের। পরবর্তী পর্বগুলিতে আরো অফার হয়তো আসতে পারে।

এই প্রসঙ্গে খড়গপুর আই আই টি ডিরেক্টর ভি কে তেওয়ারি বলেন-“এই মুহুর্তে কর্মসংস্থানের বাজার নিম্নমুখী, সেখানে আইআইটি প্লেসমেন্ট পিরিয়ডের প্রথম দিনেই ৮০০ টিরও বেশি অফার নিয়ে খড়্গপুর উঁচুতে দাঁড়িয়েছে, দেশ ও জাতির গঠনে এই ছাত্রছাত্রীরা মুখ উজ্জল করবে ৷প্রতিযোগিতামূলক চাকরির বাজার বিশ্বের প্রথম এই Kharagpur IIT- বিশেষ স্থান দখল করলো। আমাদের শিক্ষার গুণমান, আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং নেতৃত্বদানকারী বিশ্বাসের উপর জোর দিয়েছি আমরা ৷”

আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি মন্তব্য করেছেন, “লক্ষ্যযুক্ত আউটরিচের মাধ্যমে বিভিন্ন কোম্পানির সাথে সহযোগিতা করা নেভিগেট করার জন্য অপরিহার্য হয়েছে, এটা ভালো ফল দিয়েছে ৷ বর্তমান বাজারে প্লেসমেন্ট প্রক্রিয়ায় শ্রেষ্ঠত্ব বজায় রাখল খড়্গপুর আইআইটি।”

 

Previous articleKeshpur clash : কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত ছাত্র
Next articleForest Depertment: তেল কারখানার বর্জ্য ফেলছিল জঙ্গলে! নোটিশ ধরালো বনদপ্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here