Home Blog Kharagpur : কেমন আছেন লোধা শবর-রা ? অতর্কিত গ্রামে ঢুকে পড়ুয়াদের হেঁসেলে...

Kharagpur : কেমন আছেন লোধা শবর-রা ? অতর্কিত গ্রামে ঢুকে পড়ুয়াদের হেঁসেলে জেলা শাসক

41
0

 

মেদিনীপুর:
এবার সারপ্রাইজ ভিজিট লোধা সবরদের (Lodha-Sabar) গ্রামে! শনিবার অফিস টাইম এর শুরুতেই কাউকে কিছু
বোঝার সুযোগ না দিয়েই চুপিসারে হাজির হয়ে গিয়েছিলেন খড়্গপুর (Kharagpur) গ্রামীণ এলাকা
মহেশপুর গ্রামে। কেমন আছেন ওই গ্রামের লোধা শবররা
, কতটুকু পরিষেবা পাচ্ছেন? তা দেখতেই হাজির হয়ে
গিয়েছিলেন। গ্রামে দীর্ঘক্ষণ ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সবটাই খতিয়ে
দেখেন। পরে একটি প্রাথমিক বিদ্যালয়ে (Primary school) ঢুকে নিজের হাতে ছোট্ট ছাত্র-ছাত্রীদের মিড
ডে মিল পরিবেশন করলেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের
খড়গপুর ২ ব্লকের(Kharagpur 2 block) মহেশপুর এলাকাতে।

 

 

জেলাশাসক
খুরশেদ আলী কাদেরী (Khurshed Ali Kaderi) ইতিপূর্বেও বেশ কয়েকবার অতর্কিত ঢুঁ মেরেছেন বিভিন্ন এলাকাতে।
গ্রামবাসীদের প্রকৃত অবস্থা (Rural life) কি তা বোঝার জন্য কাউকে কোন কিছু বোঝার সুযোগ না
দিয়েই অতর্কিত ঢুকে পড়েছিলেন বহু জায়গাতে এর আগেও। শেষবার দেখা গিয়েছিল
আড়াবাড়ি সংলগ্ন এলাকাতে মাঠে কর্মরত শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কি
কাজ করছেন বাড়িতে কে কি করে
? ছেলেমেয়েরা
পড়াশোনা করছে কিনা
? বিয়ে কোন বয়সে
হচ্ছে তাদের গ্রামে
? এই সবটাই খোঁজ
নিয়েছিলেন দীর্ঘক্ষণ ধরে মাঠে বসেই। নিচু তলার কর্মীরা সমস্ত প্রকল্প গুলো সঠিকভাবে
রূপায়ণ করছে কিনা
, পরিষেবা কতটুকুই
পাচ্ছেন নিচু তলার মানুষজন তা দেখতে এভাবে অতর্কিত অভিযান (surprise visit)।

 

শনিবার
অভিযান চালালেন খড়্গপুর দুই ব্লকের মহেশপুর এলাকাতে। যেখানে লোধা শবর ও সংখ্যালঘু
অধ্যুষিত কয়েকটি (Minority Village) গ্রাম রয়েছে। গ্রামে ঘুরে পড়ুয়াদের মিড ডে মিল (Mid day Meal) ব্যবস্থা
, পানীয় জল সরবরাহ ব্যবস্থা, জনপরিষেবা গুলির প্রকল্প কতটা স্বাভাবিক রয়েছে তা খতিয়ে দেখেন। দীর্ঘক্ষণ
ধরে বিভিন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন জেলা শাসক (District Magistrate)। এদের গ্রামে ঘুরে একটি
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। এরপরে
নিজের হাতে মিড ডে মিল বিলি করেছেন ছাত্র-ছাত্রীদের।

 

 

পরে আবার
সালবনিতে (Salboni) একটি সাঁওতালি উচ্চ বিদ্যালয়ে (Santali High School) হাজির হয়েছিলেন। সেই বিদ্যালয়ের একটি
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।


Previous articleDEV : এক ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন, প্রথম উদ্বোধক মুখ্যমন্ত্রীর নাম পাল্টে দ্বিতীয় উদ্বোধক দেব-র নাম, প্রকাশ্যে কটাক্ষ স্বয়ং তৃণমূল মুখপাত্রের
Next articleVidyasagar : “ছাত্রছাত্রীদের হাতের লেখার প্রতিযোগিতা”-বিদ্যাসাগরের জন্মদিনের আগে বিদ্যাসাগরের জেলায় অভিনব উদ্যোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here