Home Blog Kgp Rail: ট্রেন লাইনে পাথর ও কাঠের টুকরো, সিগন্যাল সংযোগ না পেয়ে...

Kgp Rail: ট্রেন লাইনে পাথর ও কাঠের টুকরো, সিগন্যাল সংযোগ না পেয়ে ২২ মিনিট দাড়িয়ে ট্রেন, গ্রেপ্তার যুবক

39
0

 

খড়গপুর: এর বড়সড় ট্রেন দুর্ঘটনা এড়ালো খড়গপুর ডিভিশনের একটি লোকাল ট্রেন। যাত্রী নিয়ে গোকুলপুর ইয়ার্ডে প্রবেশ করার সময় ট্রেনের সিগন্যালিং বিভাগে বিপত্তি তৈরি হয়। কন্ট্রোল রুম থেকে রেলের কর্মীরা চেষ্টা করেও লাইনের ট্র্যাক পরিবর্তন করতে পারেননি। ওই সময় খড়্গপুর থেকে একটি ইএমইউ লোকাল ওই লাইনের উপর দিয়ে যাওয়ার কথা। পরিস্থিতি খারাপ দেখে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। লাইন পরীক্ষা করে রেলের কর্মীরা বুঝতে পারেন রেল লাইনের ট্র্যাক সংযোগস্থলে রেখে দেওয়া হয়েছে পাথরের টুকরো ও কাঠের টুকরো। ফলে সংযোগে বাধা পায় ট্রেনটি। এরপরেই তদন্তে নেমে রেলওয়ের আধিকারিকরা এক যুবককে গ্রেফতার করে গোকুলপুর থেকে। ধৃত যুবকের নাম তাপস মোদী।

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানিয়েছেন-” রবিবার বিকেলে একটি পিএমই লোকাল গোকুলপুর ইয়ার্ড প্রবেশ করার সময় সিগন্যালিং এর ক্ষেত্রে সমস্যা বুঝতে পারেন রেলওয়ের কর্মীরা। কোনভাবেই ট্র্যাক পরিবর্তন করা যাচ্ছিল না। সমস্যা কিছু বুঝতে পেরে এই ট্রেনটিকে আটকে দেওয়া হয়েছে ২২ মিনিট। পুরো সময় ধরে তল্লাশির পর বোঝা যায় ট্র্যাক পরিবর্তন আটকাতেই পাথর ও কাঠের টুকরো দিয়েছিল কেউ বা কারা। সমস্যা মিটিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে যাত্রী নিয়ে বড় ট্রেন দুর্ঘটনা আটকানো সম্ভব হয়েছে “।

ধৃত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে রেলওয়ে আধিকারিকরা।


Previous articleDaspur : গভীর রাতে হাতেনাতে ধৃত পরকীয়া, যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার
Next articlePolice raid :প্রাইভেট কারে ভর্তি গাঁজা, ওড়িষ্যা থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে ধরা পড়লো দুই যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here