Home Blog keshpur clash : রক্ত ঝরলো কেশপুরে, উচাহার এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ,চিকিত্সা...

keshpur clash : রক্ত ঝরলো কেশপুরে, উচাহার এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ,চিকিত্সা করাতে এসে হাসপাতাল চত্বরেই সংঘর্ষ

40
0

 

কেশপুর: দিনভর উত্তেজনা পর্বের
মাঝে পস্চিম মেদিনীপুরেও একাধিক বিশৃঙ্খলা ৷ ভোটে ছাপ্পা, ব্যালট
বাক্স লুঠ, সংঘর্ষ সবটাই হল জেলায় ৷ তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি অন্য জেলার মতো ৷
তাহলেও সংঘর্ষে আহতেরা চিকিত্সা করাতে এসে হাসপাতালেই সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায়
কেশপুরে ৷উত্তেজনা সামাল দিতে ছুটে আসে কেশপুর থানার পুলিশ ৷

কেশপুরের উচাহার এলাকাতে অভিষেক
ব্যানার্জীর পছন্দের প্রার্থী রয়েছে শেখ হাসিনুদ্দিন। তার বিরুদ্ধে দাঁড়িয়েছে
কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বার মল্লিক। অভিযোগ অভিষেক ব্যানার্জীর পছন্দের
প্রার্থীকে জেতানো নিয়ে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল।কার তার বিরুদ্ধেই তৃণমূলেই
বিক্ষুব্ধ আব্দুল জব্বার মল্লিক কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন৷ সেই চাপা উত্তেজনা
থেকে দুপুরের পর তৃণমূল  ও কংগ্রেসের মধ্যে
সংঘর্ষ শুরু হয়ে যায় উচাহার গ্রামে। তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদত এর মাথা
ফেটে রক্তাক্ত হয়ে গেলে তাকে কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কংগ্রেসের
পক্ষ থেকেও তসলিম ও আরিফ নামে আরও দুই নেতা রক্তাক্ত হয়ে যান মাথা ফেটে। চরম
উত্তেজনা এলাকায়। 

রক্তাক্ত হয়ে কেশপুর গ্রামীণ
হাসপাতালে হাজির হতেই দুই পক্ষই আবার মুখোমুখি সংঘর্ষ শুরু করে দেয় হাসপাতালের
ভেতরে। দুই পক্ষেই চরম রণক্ষেত্র পরিস্থিতি 
কেশপুর হাসপাতালের ভেতরেই। কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মারামারি
হাসপাতালের ভেতর থেকে বাইরেও শুরু হয়ে যায় ৷ 
রণক্ষেত্র পরিস্থিতি তৈরী হয় ৷ 
অনেকটা পরে সামাল দেয় স্থানীয় তৃণমূল নেতা সঞ্জায় পান, পরে ছুটে আসে কেশপুর
থানার পুলিশ৷  অন্যদিকে রক্তাক্ত সকলকেই
ভর্তি করা হয়েছে প্রথমে কেশপুরে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

অন্যদিকে দিনভর জেলার বিভিন্ন প্রান্তে ছাপ্পা-র
অভিযোগ উঠেছে, মোহনপুরের সাউটিয়াতে বুথ দখল করে ছাপ্পা দিতে চেষ্টা করে স্থানীয় একদল
লোকজন ৷ পরে মহিলারা গিয়ে প্রতিবাদ করে ৷

 সবংয়ের ১০৭ নং বুথ আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বোমাবাজির অভিযোগ।ভোট
কর্মীরা জানান বিকেলে হতেই বুথের বাইরে হঠাৎ করেই বোমাবাজি শুরু হয়।লুঠ করা হয়
ব্যালট বাক্স।ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার করে। আহত
৫ জনকে সবং হাসপাতালে পাঠানো হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা। ভাংচুর করা হয় বাইক।
সিভিক ভলেন্টিয়ার ও পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ
বাহিনী।

নারায়নগড়ের গুড়দলা এলাকাতে বুথ দখল করে
সেখানে ব্যালট বাক্সের ভেতরে জল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে ৷ এমন একাধিক সমস্যা দেখা দিয়েছে
জেলাতেও ৷ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুননির্বাচন দাবি করে জেলা শাসকের দফতরের
সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি ৷ 



Previous articlePanchayet election: অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ ‘মুখ’ এর বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষুব্ধ, ভোটের দিন সকাল থেকে দুজনেই হাসিমুখে কোলাকুলি করে ঘুরছেন একসঙ্গে
Next articlePanchayet vote:ভোটে জিতে অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী গেলেন ঠান্ডা ঘরে, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার হয়ে গেলেন লকাপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here