Home Blog Keshpur : সংসদ দেব এর ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর করলেন বিধায়িকা...

Keshpur : সংসদ দেব এর ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর করলেন বিধায়িকা শিউলি সাহা

31
0

কেশপুর: দুদিন আগেই পশ্চিম
মেদিনীপুরের কেশপুর এর মহিষদা এলাকার বাসিন্দা
, তৃণমূল সাংসদ
দীপক অধিকারী তথা দেব এর জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী তৃণমূলের নেতাকর্মীদের
বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন। নিজে তৃণমূল কর্মী হলেও আবাস যোজনার জন্য
তৃণমূল নেতাদের তোলা দিতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় বিরোধীরা সরব
হয়েছে দেব এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে। পাল্টা এবার বিক্রম
অধিকারীর নামেই এফআইআর করলেন শিউলি সাহা।

শিউলি সাহা ফোনে বলেন-”
বিক্রম অধিকারী বিরোধী দলের প্ররোচনায় আমাদের দলের নামে কুৎসা রটিয়েছে। আমাদের
বদনাম করেছেন। উনি বলেছেন ২০১৬ সালে একবার আবাস যোজনার টাকা তোলার পর তৃণমূল
নেতারা নিয়ে নিয়েছিল। কিন্তু কাগজপত্রে দেখা যাচ্ছে একবার নয়
, তিন দফাতে বাড়ির কাজ হয়েছে বলে টাকা তুলে আত্মসাৎ করেছেন। এখন দলের নামে
উল্টোপাল্টা বলে যাচ্ছেন। এই ঘটনায় আমি কেশপুর থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ
ব্যবস্থা নিক।”

উল্লেখ্য দুদিন আগেই বিক্রম
অধিকারী বলেছিলেন-” আমি তৃণমূলের কর্মী হলেও আমার নামে আসা আবাস যোজনার টাকা
প্রথমে আসতেই তুলে নিয়েছিল তৃণমূলের নেতারা। যে কারণে আমি আর বাড়ি করতে পারিনি
বা পরবর্তীকালেও বাড়ির জন্য আবেদন করতে পারিনি। তৃণমূলের নেতারা আমাকে সামনে রেখে
মোটা টাকা তোলা তুলছে।”

এই মন্তব্যের পর রাজ্যজুড়ে সরব
হয়েছিল বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে সাংসদ দেব ও শিউলি সাহার পদত্যাগ দাবি করে
পোস্টারিং করা হয়েছে ঘাটালে।



Previous articleElephant attack : দুপুরে দুই দাঁতালের ভয়ঙ্কর লড়াই,সন্ধায় কাজ সেরে ফেরার পথে গ্রামবাসীকে হামলা
Next articleMaoist: মানুষের সমস্যা শুনতে জেলাশাসকের “জনতার দরবার”, চাকরির দাবিতে হাজির হলেন প্রাক্তন মাওবাদীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here