Home Blog Keshpur: নির্বিচারে গো-বক হত্যা কেশপুরে! শিকারিদের ধরতে টহল, উড়ল ড্রোন

Keshpur: নির্বিচারে গো-বক হত্যা কেশপুরে! শিকারিদের ধরতে টহল, উড়ল ড্রোন

20
0

মাংসের লোভে গতবছর এই সময় কৃষি জমিতে নির্বিচারে গো-বক হত্যার ঘটনায় তোলপাড় পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এক ব্যক্তি। এবার এলাকায় সচেতনতার প্রচারে বন দফতর। বুধবার কেশপুরের সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের কলকলি, তাঁতিপুকুর, ট্যবাগেড়িয়া এলাকায় টহল দেয় বনকর্মীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন গোদাপিয়াশাল রেঞ্জের বনকর্মীরা। বার্তা দেন গো-বক না মারার। 

স্থানীয়দের কাছ থেকে খবর পান বেশ কয়েকটি এলাকায় ফাঁদ পেতে বক ধরার। কারা ফাঁদ পাতছে তাদের চিহ্নিত করতে উড়ানো হয় ড্রোন। তবে বনকর্মীদের টহলের সময় বুঝতে পেরে কয়েকজন শিকারি দৌড়ে পালিয়ে যায় বলে বনকর্মীরা জানিয়েছেন। আনন্দপুরের বীট অফিসার শীতল ভূঁঞ্যা জানিয়েছেন, “এই সময় জমিতে প্রচুর গো-বকের দেখা মিলে। ফাঁদ পেতে ধরার চেষ্টা করে শিকারিরা। এর আগেও সচেতনতার প্রচার চালানো হয়েছিল। এদিন ফের টহল চলে। শিকারিদের ধরতে ড্রোন ওড়ানো হয়েছিল। কিন্তু বৃষ্টি চলে আসায় তা ভেস্তে যায়। কিছু শিকারি দেখতে পেয়ে পালিয়ে যায়। গো-বক ধরার ফাঁদ বাজেয়াপ্ত করা হয়েছে।”
Previous articleMidnapur : ফাস্টফুডের দোকানের টেবিল থেকে বেঞ্চ সবটাই লোহার,শর্টসার্কিটে বিদ্যুতস্পৃষ্ট দোকানের ৩ কর্মী,মৃত্যু একজনের
Next articleহাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম, নিত্যদিন ভাঙছে বাড়ি, ‘অসহায়’ অবস্থায় দিন কাটছে স্থানীয়দের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here